জুলাই–আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে অধ্যাপক ও চিন্তক সলিমুল্লাহ খান বলছেন, ‘শেখ হাসিনা নিশ্চয়ই ভালো ছিলেন না, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু জেন-জি শেখ হাসিনার চেয়ে ভালো কি না, সেটা এখন পরীক্ষা দিতে হবে।’
কয়েকদিন আগে ইউপিএল-এর এক বইয়ের আলোচনায় খান সাহেব এই মন্তব্য করেছেন। তিনি বিদ্বান মানুষ। তার কথায় নিশ্চয়ই কোনো কারণ এবং যৌক্তিকতা রয়েছে। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, এই পরীক্ষা নেবে কে এবং পরীক্ষার খাতা দেখবে কে?
যেহেতু তিনি এমন একটি প্রজন্মের কথা বলেছেন, যাদের পরীক্ষা দিতে হবে, তবে কোন প্রজন্মের দায়িত্ব হবে এই পরীক্ষা নেওয়ার? বাংলাদেশের কোন প্রজন্ম তুলনামূলকভাবে ভালো বা কম দুর্নীতিপরায়ণ ছিল? স্বাধীনতার সময়ের যুবক, মধ্যবয়স্কদের কথা ধরা যায়, যারা দেশ গড়ার মূল কারিগর ছিলেন, যেমন খান সাহেব নিজে, তাদের কোন পদক্ষেপে দেশের উন্নতি হয়েছে? ৭২-৭৫, জিয়া সাহেবের আমল, এরশাদ সাহেবের আমল এবং পরবর্তী সরকারগুলোতে সেই প্রজন্মগুলোর অবস্থান কোথায় ছিল? ঠিক সেইভাবে, কোন প্রজন্মে বাংলাদেশের সামগ্রিক সামাজিক ও পারিবারিক মানদণ্ডের প্রভূত উন্নয়ন ঘটেছে?
এই প্রশ্নটা তাকে করার কোনো সুযোগ নেই, তাই আপনাদের করলাম।
নিউজ জেন-জি শেখ হাসিনার চেয়ে ভালো কি না, পরীক্ষা দিতে হবে
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪১