সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক হাইস্কুল পড়–য়া শিক্ষার্থীকে স্রেফ ফেসবুক স্ট্যাটাস দেবার কারণে বহিষ্কার করা হয়েছে। ফেসবুক স্ট্যটাসে তার শিক্ষককে ‘মোটা’ বলে মন্তব্য করায় তাকে এই শাস্তি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুকে শিক্ষককে মোটা বলায় স্কুল কর্তৃপক্ষ ডনি নামের স্কুলছাত্রকে বহিষ্কার করেছে। অন্যদিকে, বহিষ্কার করা শিক্ষার্থীর পক্ষে দাঁড়িয়েছে এসিএলইউ নামের একটি মানবাধিকার সংস্থা। এই সংস্থাটির বক্তব্য হলো, শিক্ষার্থীর দেওয়া ফেসবুক স্ট্যাটাস হলো ব্যাক্তিগত মতামত। তাই ফেসবুকে এই স্ট্যাটাস দেবার ঘটনায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া অযৌক্তিক।
কিন্তু স্কুল কর্তৃপক্ষের বক্তব্য হলো, শিক্ষার্থীদের অবশ্যই স্কুলের নিয়মনীতি মানতে হবে। ফেসবুকে স্কুল বিষয়ে কারো ব্যাক্তিগত মতামত দেবার এবং স্কুলের রীতিনীতি ভাঙ্গার কোনো সুযোগ নেই।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, দুইপক্ষের পাল্টাপাল্টি এই অবস্থানে আইনি জটিলতা সৃষ্টির আশংকা রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের নভেম্বরে নিউইয়র্ক এর একটি কোম্পানিতে এমন ঘটনার সৃষ্টি হয়েছিলো। সে ঘটনায় এক কর্মী তার বসকে ফেসবুকে কটাক্ষ করায় তার চাকরী চলে গিয়েছিলো। সে ঘটনায় আদালতের রায় ছিলো, ‘ফেসবুকের স্ট্যাটাস হলো ব্যাক্তিগত মতামত।’
জানা গেছে, বাসায় মাত্রাতিরিক্ত হোমওয়ার্কে ত্যক্ত-বিরক্ত হয়েই নিজের বাসার কম্পিউটার থেকে এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলো ওই ছাত্র।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/শিঞ্জন/মিন্টু/এইচবি/ফেব্রুয়ারি ০৩/১১