অনেকে বিশাল পশুর হাট থেকে বিশাল দামের করবানির পশুটি
কিনবেন ... চারিদিকে গরু ছাগলের ডাকা ডাকিতে চরম একটি উৎসবের আমেজ বিরাজ করবে।
বিত্তবান সকল মানুষের মাঝে বয়ে যাবে আনন্দের বন্যা। অনেকে ঈদে পরার জন্য কনবেন বাহারি রঙের নতুন জামা কাপর। হোক সে জামার দাম হাজার টাকা ... তবুও সে জামা তার চাই। অনেকে ফ্যাশন করার জন্য একাধিক সংক্ষক জামা কিনবেন। এই সংক্ষা অনেক সময় ১০ ছারিয়ে যায় !!!
ঈদের দিনে এই রঙ্গিন জামা পরে ঘুরে বেরাবেন ... তাদের মনে থাকবে আনন্দের হাজার রঙ।
কিন্তু আপনি যখন মহানন্দের ঘুরে বেরাবেন তখনই আপনার পাশ দিয়ে একদল মানুষ করবানির অল্প একটু মাংশ সংগ্রহ করার জন্য দুয়ারে দুয়ারে ছোটা ছুটি করবেন। তাদের ঈদে কোন রঙ্গিন জামা থাকে না ... ঈদের পরিবারের সাথে একবেলা ভাল মন্দ খাতে পারলেই তাদের ঈদ সার্থক।
ঈদে পরার জন্য আপনার লাগে ২৫০০ টাকার পাঞ্জাবি কিন্তু ভেবে দেখুন একজন দরিদ্র মানুষের কাছে ঈদে ২০০ টাকার নতুন লুঙ্গি মানেই অনেক বড় কিছু। দরিদ্র ঘরের ছোট ছেলে মেয়েরা ২৫০ টাকার লেহেঙ্গা বা সার্ট পেলেই তাদের মনে বয়ে যায় আনন্দের জোয়ার।তাকিয়ে দেখুন আপনার আসে পাশে এইরকম অনেক মানুষ আছে। আর আপনি ঈদের দিনে রেস্টুরেন্টে খাবার খেতেই ১০০০ টাকা খরচ করেন।
কিন্তু এটা কেমন ঈদ ... ??? ইসলাম ধর্ম তো সাম্যের কথা বলে, কই গেল এই সাম্যের বানী ??? ঈদ কি শুধু আপনার জন্যই আসে ???
আমাদের সমাজে এমন হাজার সুবিধা বঞ্চিত মানুষ আছে ...
আপনি কি পারেন না এই সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করতে ???
হাজার মানুষকে না ... আপনি শুধু একজন কে সাহায্য করুন।
শুধু একটা দরিদ্র ছেলে বা মেয়েকে একটি নতুন জামা উপহার দিন ... শুধু একজন মানুষকে ঈদের দিন আপনার ঘরে এনে ভাল করে খাইয়ে দিন ... আপনি একজন দরিদ্র নারীকে ঈদের জন্য একটি নতুন জামা দিন। দেখুন আপনাদের এই চেষ্টা তাদের মুখে চমৎকার একটি হাসি এনে দিতে পারে। আর সেই হাসি আপনার মনে এনে দেবে অনেক বড় প্রশান্তি।
এভাবে প্রত্যেকে যদি একজন সুবিধা বঞ্চিত মানুষ্কে সাহায্য করি তবে সকলে মিলে আমরা আবশ্যই হাজার মানুষকে সাহায্য করতে পারব।
ভাই দরিদ্র মানুষের কোন brand এর জামা কাপর লাগে না, তারা তাদের মানের জামা পেলেই খুশি। আপনি আপনার মত তাদের সাহায্য করতে পারেন।
আপনি কি করতে পারেন তার একটা ছোট list দেখুন ...
* একজন বৃদ্ধ লোককে একটি নতুন পাঞ্জাবি অথবা লুঙ্গি দিতে পারেন।
* ছোট ছেলেকে একটি নতুন সার্ট বা প্যান্ট দিতে পারেন।
* একটি ছোট মেয়েকে কিনে দিতে পারেন নতুন ফ্রক বা জামা।
* একজন মহিলাকে দিতে পারেন নতুন শারি।
* ঈদের দিন একজন মানুষকে আপনার বাসায় এনে খাইয়ে দিতে পারেন।
* দরিদ্র কাউকে নতুন এক জোড়া সেন্ডেল কিনে দিতে পারেন।
এই ঈদে আপনি শুধু একজন সুবিধাবঞ্চিত মানুষে জন্য কিছু করুন। তার সাথে share করুন আপনার ঈদের আনন্দ। আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করুন। আপনি তার জন্য কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যথা সাধ্য চেষ্টা করুন।
আমরা চাই ঈদ হোক সবার জন্য ...
এই ঈদ নিয়ে আমরা একদল ছোট খাটো মানুষ একটা event তৈরি করেছি ... আপনারা চাইলে আমাদের সাথে যোগদান করতে পারেন।
ফেবুতে event এর লিঙ্ক
View this link
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৬