গ্যাস বিদ্যুৎ এর দাম আবার বাড়লো । মানুষ কিছুদিন কাঁদবে- আবার ঘাড় গুঁজে মেনে নিবে। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ ভোক্তারা যদি উপলব্ধি করতো কি ভাবে রাষ্ট্র তাঁদের পকেট থেকে বিভিন্ন কায়দায় প্রতিনিয়ত পয়সা নিয়ে যাচ্ছে তাহলে নিজের মাথার চুল নিজেরাই ছিড়তো ।
যারা সরকার পরিচালনা করে তাঁরা , পাই পাই করে দেওয়া জনগণের কষ্টার্জিত টাকা গুলোকে বাবার সম্পত্তি মনে করে খরচ করে। নেট থেকে পাওয়া ২০১৪-২০১৫'র বাজেটের সামান্য একটু উদাহারন দিই।
রাষ্ট্রপতির অনুন্নয়ন খরচ ২০১৪/১৫তে ১৪ কোটি টাকা। অর্থাৎ মাসে ১.১৬কোটি টাকা। মাসে ১কোটি ১৬ লক্ষ টাকা রাষ্ট্রপতি কিসে খরচ করে ? কার টাকা এটা ? আমাদের প্রতিদিনের দেওয়া এই টাকা। কোন কিছু কিনতে গেলেই সরকার ভোক্তার কাছ থেকে মুল্য সংযোজন কর নেয়। এই কর কয়েক যায়গায় নেওয়া হয়। সবগুলো কর মুল্যের সঙ্গে যোগ হয়ে কয়েক গুনবেড়ে যায় দ্রব্যের দাম ,যা শেষমেশ ভোক্তাকেই পরিশোধ করতে হয়।
অন্যান্য মন্ত্রণালয়ের কথা বাদ দিলাম।না হলেও তাঁরা কিছু উন্নয়ন করে। মন্ত্রণালয় চালাবার একটি অনুন্নয়ন ব্যায় আছে। কিন্তু
প্রধান মন্ত্রীর অনুন্নয়ন খরচ ৩১৫ কোটি টাকা। মাসে ২৬.২৫ কোটি টাকা।অর্থাৎ প্রতিদিন ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা। কিসের খরচ এত ?
তাঁর উন্নয়ন বাজেট ৪৪৬ কোটি টাকা। প্রধান মন্ত্রী কোথায় এত উন্নয়ন করেন ? উন্নয়নের জন্য তো বিভিন্ন মন্ত্রণালয় আছেই ! এই খরচ প্রতিদিন দাঁড়ায় ১ কোটি ২৩ লক্ষ টাকা !গড়ে প্রধান মন্ত্রী কে প্রতিদিন খরচ করতে হবে ২কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা ! বাপরে ! এত টাকা আসবে কোত্থেকে ,গ্যাস ও বিদ্যুৎ এর দাম না বাড়ালে ?
একজন মানুষ তাঁর সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেনা। ঈদের সময় নতুন জামা দিতে পারেনা। অসুখ হলে চিকিৎসা করে প্রান প্রিয় সন্তান কে বাঁচাতে পারে না, তাঁদের পকেট থেকে নেওয়া এই সব টাকা। এ ব্যাপারে সব গুলো সরকার ই এক। যার জন্য বিরোধী দল নিশ্চুপ। কেননা ক্ষমতায় গেলে তারাও তো এই সব টাকা ভোগ করবে ! আর জনতা! আমরা তো গণতন্ত্রের ক্রীতদাস।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬