তোমার ভিতরে আমি
কোথায় না খুঁজেছ আমায় !
আকাশ-পাতাল করে খুঁজেছ-
সমুদ্র, নগর-বন্দর গ্রামে, পাহাড়ের চুড়ায়।
এমন কি,তোমার কোরিডোরের রেলিং- এ।
রাস্তায়, ফুটপাথে,তেতালার ছাদ।
পাড়ার অলিতে-গলিতে,রেস্তরায়,সকাল-সন্ধ্যায়
কোথাও পড়েনি বাদ।
যেখানে মন চায় সেখানেই গেছ চলে,
শুধু আমাকে হত্যা করবে বলে।
রাগে অন্ধ হয়েছ তুমি,একবার পেলে-
সাগরের মাঝখানে নিয়ে অথবা,
পাহাড়ের চুড়া থেকে এক ধাক্কায় দেবে ফেলে।
প্রতিজ্ঞা করেছ ফিরেও তাকাবে না আর।
কাঁদবে না আর বালিশে মুখ গুঁজে।
ঘুম থেকে উঠে,ঘুম ঘুম চোখে দেখবে না আর ছবিটা আমার।
আমার ই ভুল-
ভালোবাসি, কখনো বলিনি।
ভালোবাসি অভিমানে চেয়ে থাকা,
তোমার হাতের ছোঁয়া- দুমদাম কিল।
ভালিবাসি তোমার, অভিমানে টশ টশ করে ঝরে পড়া
দু'ফোঁটা স্বচ্ছ চোখের পানি।
আমার ই ভুল-
ভালোবাসি, কখনো বলিনি।
( আজ আমি আর নেই-
হারিয়ে গিয়েছি মেঘের ওপারে।
আকাশের ওপারে আকাশ আছে, আছি সেখানেই।)
কোথায় না খুঁজেছ আমায় !
আকাশ- পাতাল করে খুঁজেছ-
সমুদ্র, নগর- বন্দর, গ্রামে, পাহাড়ের চুড়ায়।
তবু- এই নীলিমায়, জনসমুদ্রে পাওনি আমায়।
কি করে পাবে ! আমি আছি ঠিক তোমার পেছনেই
তোমার পরেই আছি আমি তোমার ভিতর।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪