শেষ অর্ঘ্য
( একটি বিদেশি কবিতার মূল ভাবনা অবলম্বনে)
মঞ্চ প্রস্তুত,দুয়ারে প্রহরী দাঁড়ায়ে-
(আমায়) নিয়ে যাবে বদ্ধ-ভূমী।
শুনশান চারিদিক,কোথাও কেউনেই,
মৃত্যুর মাঝে একা আমি।
আমিতো কখনো কিছু বলিনি?
ওরা নিয়ে গেছে পিছমোড়া করে বেঁধে- নিয়ে গেছে
ডাক্তার ,ইঞ্জিনিয়ার, ব্যাবসায়ি,রাজনৈতিক নেতা-
মওলানা- মৌলবি, এমনকি রাস্তার নিরন্ন মানুষ।
আমার বাবা-মা ভাইবোন আর সন্তান।
কেউ ফিরে আসেনি ।
আমি কখনই কিছু বলিনি।
আমার কি প্রয়োজন আমি দিব্ব্যি আরামে আছি।
আহ! কি আরাম আমার !
ওরা তছনছ করে গেছে শহর, বন্দর, গ্রাম,-সংসার।
আগুন দিয়েছে পাশের বাড়িতে, আমার কি তাতে !
দোতালার দখিনা জানালায় শীত-শীত হাওয়া।
আহ, কি দারুন বাতাসের আসা যাওয়া !
চোখ বুজে নিয়েছি শীতল সুবাস।
আমি তখনো কিছু বলিনি।
আজ আমাকে নিয়ে যাবে।পেছনে তাকিয়ে দেখি
কথা বলার মত কেউ বেঁচে নেই।
আমি আজ দেব বদ্ধ-ভুমিতে- জনতার শেষ অর্ঘ্য।
তোমরাও কেউ কিছু বোলনা!
শুধু চেয়ে চেয়ে দেখো-
কি করে নিঃশেষ হয়,এই দেশ,এই মাটি- এই সোনালী স্বর্গ।
____________
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮