নিচে নেমে এসো
শুধু তোমাদের কথায়,তোমার কথায়-
জীবন রেখেছি বাজি।আমার কংকাল
তাকায়ে দেখিছে-তুমি আজ হয়েছ কাজি।
ঘাঁষে শোয়া মানুষের অন্ন যোগাতে,মাথায়
যোগাতে ঠাঁই,ক্রীতদাস মানুষের শিকল
ভাঙ্গতে- যুদ্ধে নেমেছি তাই।শাসক বুটের
ছাপ নিয়ে বুকে - মাথায় নিয়েছি গুলি,
তোমার কথায় জীবন দিয়েছি সে কথা
কি কোরে ভুলি!আমি আছি শুয়ে
কাদা মাটি নিয়ে,নিরন্ন মানুষের সাথে,
তুমি চলে গেছো শাসকের খাতায়।
আমার রক্ত মেখেছো তোমার বিশ্বাসঘাতক হাতে।
প্রতিশোধ আজ নিতে চায় লাশ- ও আমার জন্মভূমি,
যত উঁচু থাক,তোমার বুকেই পতাকা ওড়াবো আমি।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬