অনেক দিন পরে লিখতে পেরে অনেক ভালো লাগছে।
লেখা জোখার ইচছে টা আবার মনে জাগছে।
শাহানা মায়ের শোক
শাহানা তুমি থাকবে না আর পৃথিবীর কোনখানে ,
শিশুটি তোমার থাকবে কোথায় কেউকি রাখবে মনে?
অশ্রুজলে আকাশে বাতাশে খুজবে সে তার মাকে
তুমিত আর দেবেনাক সাড়া তার কান্না জড়ান ডাকে ।
রানা প্লাজার নাম ও নিশানা থাকবেনা পৃথিবীতে
তোমার আকুতি ফিরে ফিরে আসে সৃতির পাতাটিতে।
কতদিন তোমায় রাখবে মনে বাংলাদেশের লোক
শিশুটি যেন দ্রুত ভুলেযায় শাহানা মায়ের শোক ।
রানা প্লাজা ধংসের বর্ষপুর্তির দিনে লিখে ছিলাম কিনতু
তুলে রাখা হয় নাই। আজ তুলে রাখলাম আমার জন্য ।