৩০ টি বছর সুখে দুখে এক সাথে এক বিছানায় কাটানোর পর ও যে ব্যক্তি
মেয়ের বান্ধবীকে প্রেম করে বিয়ে কোরতে পারে তিনি লেখক হিসাবে মহান ও বিরাট কিছু হতে পারেন কিন্তু তিনি স্বামী, বাবা ও মানুষ হিসাবে অত্যন্ত ছোট। যে কোন আত্ন সম্মান বোধ সম্পন্ন মানুষ তাই করবে যা গুলতেকিন করেছেন।
কোন পুরুষের কাছ থেকে কোন মেয়ে প্রত্যাখাত হবার পর তার মনে কি হয়, তা যে কোন নারীই জানে।আর হুমায়ুন ছিল তার ৩০ বছরের সাথী।
আমার ধারনা হুমায়ুনের জন্য গুলতেকিনের মনে যেমন ভালোবাসার পাহাড় ছিলো, তেমনি ছিলো অভিমান ও ঘৃণার সমুদ্র। সাংবাদিক ভাইদের
প্রতি অনুরোধ,স্টোরির জন্য তাকে বিব্রত করবেন না প্লিজ।তার মত তাকে
থাকতে দিন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ রাত ১১:৩১