পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা; সে কি ভোলা যায়?
আয়, আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের-দু:খের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
তার মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।
সে কবেকার কথা, রবি বুড়ো সেই তখন এই একটা গান লিখেছিলেন। কাল থেকেই মাথায় এই গানের কথাগুলি ঘুরছে। এবার বন্ধু দিবসে সুন্দর একটু গল্প লিখব ভাবছিলাম, হল না। সকল ব্লগ বন্ধুদের জন্যে এই গানের চেয়ে সুন্দর কিছু ভাগাভাগি করার মত পেলাম না। তাই এই গানটাই শুনুন।
শুভ বন্ধু দিবস।
গানের লিংক।