এইভাবে তোমাদের দারুণ গল্পের ঢেউয়ে
আমরা সব জীবন্ত ডুবে যাই
তোমরা হাসলে আর ভীষণ ভালোবাসলে
মেঘ, পাখি, ফুল
ছোটদের ইশকুল
তোমরা কাঁদলে আর ঘৃণা করে ফেললে
ছুঁড়ে বিদ্রোহে আকুল
করা নীলচে কালো ভুল
সেই থেকে
যতই দেখি ফুলের গাছ, পাতার ছায়া
বাজার-দোকান, রেডিও-টিভির শব্দ-ছবি
সমস্ত রক্তগন্ধ, রক্তরঙ, রক্তসুরের গান
তবু
তোমাদের হাসির সমান মহাকাব্য আর এই জগতে নাই
ভীষণ সহজ করে শব্দ সাজাও, সহজ সুতায় গাঁথতে পারো
খুব শক্তিশালী তোমাদের সেই কবিতাগুলোর স্রোতে
আমাদের জটিল, মলিন গল্পগুলো ভেসে, ডুবে, মরে গেল
ছবি: পাবলো পিকাসো