১৪২৩ সন এখন
অনেক বৃন্দাবন আজও
বাতাসে বাতাসে উদাস হয়
হে মধুসূদন
এখনও ঘোর বর্ষায়
নগরে মহানগরে অজস্র মন
প্রেম উচাটন হয়
দেখে যাও এই দেশ
কৃষ্ণ-কানাই, হে মদনমোহন
সেতুর নিচে মরে যাওয়া যমুনা
বৃদ্ধতম গঙ্গার পাশে
তরুণ করুণ ঢাকার শহর
তুমি যদি সইতে পারো
তুমি যদি যুদ্ধহীন এই শান্ত পৃথিবীতে
এক বিন্দু শান্তি খুঁজে পাও
শিশিরসমান
তবে এই ১৪২৩ সন
সাক্ষী মেনে শপথ, হে বাদল-শ্যাম
যত মৃত্যু , যত প্রচণ্ড ঝড়, যত বন্যা-খরাই আসুক
যতই কুটিল, কপট, অন্ধের হাতে বন্দী হোক
আমাদের অসীম আকাশ, ঢেউয়ের সমুদ্র, সুন্দরতম বন
সব কিছু সয়ে যাব
সকল চোখে জন্ম নেবে ধীর যুঠিষ্ঠির
রাধার আলোক-অম্লান বিরহ যেমন
সমস্ত শোকে
আমরা ফুল হয়ে ফুটব