যাওয়ার আগে ক্যামেরাটা উনার হাতে না দেওয়ার কারনে কান্না
কান্না আবার হাসিতে রুপান্তরিত: ফাহিম কে ত্যাতু তুতু দেই সবাই
রেল গাড়ী ঝমাঝম: নুরুন্নাহার, হানিয়া, মাসুম
আমি ফাহিম মুন্তাসির; দেখতে বোকা-সোকা লাগলেও আসলে কিন্তু
আমরা হলাম তিন বিচ্ছু; ফাহিম, হানিয়া, মাসুম
আপু আমাকে নীল পক্ষীরাজে চড়িয়েছে
আমি মাসুম কাল্লু ঘোড়াছুটিয়ে রাজকন্যাকে উদ্ধার করতে যাচ্ছি
আমি হলুদ পরী, রাজপুত্রের অপেক্ষায় আছি
এইবার সবাই হেলিক্পটারে
এবার বিনা টিকেটে রাইড
মাসুঊঊঊম আমি তোমার পেছনে আসছি
এদের মাঝে ফাহিম পিচ্চিটা দেখতে যেমন কিউট কথাগুলোও সেরকম। আধো আধো কথাগুলো শুনতে বেশ ভাল লাগে। যেমন বলে "আই লা বিউ বিউ বিউ..."
তুমি কাকে ভালবাস জিজ্ঞেস করলে বলবে "আমি থবাইরে বালোবাসি"
একদিন সকালে "ফাহিম আমাকে একটু রুটি দাও" বলাতে সাথে সাথেই দিয়ে দেয়। আমি সুন্দর করে থ্যাংকিউ বলাতে বলে
থ্যাংনে দু
বলে আপ্পে রে ত্যাতু তুতু দেবো পিচ্চিটার প্রত্যেকটা কথাই খুব মজার। এখনও খুব মিস করি পিচ্চিটাকে।