কিছু দিন হল আমার খুব বাইক কেনার পিনিক উঠছে। বাসায় বলা বলি করার কারনে মা রাজি হইছে। কিন্তু বাবা রাজি হয় নি।
এইতা আসলে ঘটনা না।আমার বাইক কেনার আসল কারন কিছু দিন আগের একটা ঘটনা।
ভার্সিটি বন্ধ থাকলে আমি প্রাই ঢাকা যাই আমার বাবার বিজনেস এর কারনে। তো গত জানুয়ারী মাসে আমি একটা কাজে ঢাকা ছিলাম। বাংলা মোটর এলাকায় আমার কাজ ছিল। রাস্তায় যানজট থাকায় আমি হেটে জাতছি। হথাত এক বাইক চালক আমার পাস দিয়া আসলো এবং আমাকা ধাক্কা মারল। তবে আমার পাশ দিয়া যাওয়াও আম্র কিছু হোল না। বাইক চালক এর মাথায় হেলমেট থাকায় আমি তাকে দেখতে পারলাম না। সে আমাকএ সরি বলল। আমি তাকে বললাম " ঠিক আছে ভাই কোনও সমস্যা নাই"
কিন্তু সে বাইক পার্ক করে যখন হেলমেট খুলল তখন দেখি সে আকজন মেয়ে ।
সে আমাকে বলল " আমি মেয়ে । আমাকে ভাই বললেন যে?"
আমি তো ভ্যাবাচাকা খাইয়া গেছি।
আমি জবাব দিলাম " ভাই আসলে আপনাকে ভাল করে দেখতে পারি নি। "
সে আমার জবাব সুনে একটু হেসে বলে"আপনি এখনও ভাই বললেন"
আমি বললাম" ও ভুল হইয়ে গেছে আপু। পরে আবার দেখা হলে ভুল হবে না"
আমি আমার মত চলে গেলাম।
আমি যে অফিস এ কাজে গেলাম সেও একি অফিস এ গেল।
আসল ঘটনা এখান এ আমার কাজের জন্য জার শাথে দেখা করা দরকার তার রুম এ ঢুকলাম সে ছিল ঐ মেয়েটি। আমাদের পুনরায় দেখা হল। সে আমাকে দেখেই সুন্দর করে হাসল।
তারপর তার সাথে কাজের বাইরেও অনেক কথা হল।
তবে সে আমার চেয়ে বয়স এ বর। তয় সে আমারে নারি অধিকার নিয়া বিশাল কথা সুনাইল। আমি আবার দীন এর পথে সুইনা সে অবাক হইলেও সে কিছু মনে করে নি।
সে পুরো সুটটাই পরে ছিল। কর্পোরেট ভাব। তার বাইক টা ছিল অনেকটা পালসার এর মত। সেই থেকে আমার বাইক কিন্তে মন চায়।B-
তয় একটা কথা দীন দুনিয়া কই গেল রাস্তায় ছেলে মেয়ে চিনতে পারতাছি না।মনে হয় সবাই আপডেট হইতেছে আমি বাদে।কি আর করা দীন দুনিয়া সব গেল। তবে মা রাজি হইসে বাপ রাজি হলেই হাতে বাইক পামু।