অবুঝ আমি চেতনাহীন অবায়ব।
নোংরা জামা,আর অর্ধনগ্ন দেহ,
আমি ছুটছি নিজের মতো করে,
ছন্নছাড়ার মতো অচেনা গন্তব্যে।
মায়ের বকুনি, বাবার রক্তচক্ষু,
তাঁতে আমার কি? আমি আমার মতো।
হৈ হুল্লোড় আর ঠাট্টা মস্কারি।
বাতাসের মাঝে গা ভাসিয়ে।
মুক্তমনে, অনাবিল আনন্দে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬