আমি দিশেহারা হয়ে পৃথীবির মাঝে
মানবতা খুঁজে ফিরি,
মানবপ্রেমির কাছে কোন এক গুধুলিতে
খুঁজে ফিরি মানবতার রঙ।
চলেছি সেদিন দুরগম পথে একা আমি
হেটে হেটে ভীতাতুর মনে,
গহীন আরণ্য ঘেরা নদীর কিনারে,
পেয়েছি খুঁজে বালিকার লাশ,
আঁচড়ানো দেহ আর কামড়ানু মুখে,
নগ্ন হয়ে শুয়ে আছে সে।
তার নাম মানবতা ? পেয়েছি খুঁজে
ধর্ষিত রুপে প্রকাশিত হবে !!
ওরা জ্যন্ত মানুষ ভাসিয়ে দিয়েছে,
উত্তাল ডেউয়ের সাগরের মাঝে,
হাহা-কার করে কেঁদে ওরা মরে ।
চিৎকার করে স্রষ্টাকে বলে,
জমিনের মালিক করেছ কারে ??
তার নাম মানবতা ?পেয়েছি খুঁজে
জুলুমের রুপে, প্রকাশিত হবে !!
এইতো সেদিন রাতে ভুড়ি পুরে খেয়ে,
বেরিয়েছি আমি যেতে ওপারে,
হাভাতি ঘরে কান্নার আওায়াজ,
সমাজের তাতে নেই কোন লাজ।
তার নাম মানবতা ? পেয়েছি খুঁজে ,
পিচাশ রুপে প্রকাশিত হবে !!
এইতো সেদিন বিয়ে দিয়েছিল,
গরিব ঘরের কৃষানীর মেয়ে।
কিছু দিন গেছে দুর্ভুগ করে,
দুঃসহ যন্ত্রনা অশ্রু পুহায়ে।
অবলা মেয়ে তার বাবু দুটি আছে,
শুনেছি সে নাকি চলে এসেছে,
তাকে নাকি দিতে হবে বিঘে দুই বেঁচে।
তার নাম মানবতা ? পেয়েছি খুঁজে,
নিষ্টুরতায় প্রকাশিত হবে !!
.............................. সঙ্কেপিত
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২