অনন্ত ঐ আকাশ এসে তোমায় ছোঁবে;
মর্ত্যের মানুষ তোমায় ছোঁবে- সে সাধ্য আছে কার?
তুমি তো কোন জলফড়িং নও,
এমনকি নও কোন ডানামেলা রঙীন প্রজাপতি,
চাইলেই এমন নয় যে তোমাকে স্পর্শ করে সে;
মর্ত্যের মাঝে ভুল করে চলে আসা এক পরী তুমি,
এক কাঙাল হৃদয় তোমায় ছোঁবে না কখনও,
স্বেচ্ছায় তো নয়ই, ভুল করেও সে ছোঁবে না তোমায়।
তোমায় ছোঁবার সাধ্য যে নেই তার- জানে সে,
তাই সেই সাধ আর জাগে না তার স্বাপ্নিক চোখে।
বহুকাল আগে যে স্বপ্ন ছিলো তার সমস্ত সত্ত্বাজুড়ে,
আজ ফিঁকে হয়ে আসে বাস্তবের উপলব্ধি পেয়ে।
স্বর্গের অপ্সরী মর্ত্যের আলো জলে ছুটে বেড়াও বেশ,
নাগালের বাহিরে, সৃষ্টির এক রহস্য হয়ে থেকে যাও।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২০