ঘুম ঘুম চোখ, সময় অদ্ভুত!
আধপোড়া সুখ দিচ্ছে যে জ্বালা;
নিভু নিভু চাঁদে ঘুঁচছে আঁধার;
এক বাটি ধূপ- দিচ্ছে সুবাস-
পচে যাওয়া গায়ের নষ্ট বাতাসে;
ঘূণধরা সময়ের বিষন্ন বিষাদে
উত্তরে হাওয়া দিচ্ছে কাঁপুনি।
যার যত সুখ থেকে যাক দেনা,
সময় অদ্ভুত, আজ বড় অচেনা।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮