মনে করিয়ে দেই ,নোবেল শান্তি পুরস্কার ওবামা ও পেয়েছিলেন। কিন্তু কেন? কিভাবে তিনি শান্তি আনলেন? কোথায় শান্তি আনলেন? তার কোন উত্তর আমাদের কারোরই জানা নেই। আমেরিকার এবং এদের প্রভাবান্বিত মিডিয়া কর্তৃক সৃষ্ট মালালা নোবেল শান্তি পুরস্কার ২০১৪ পেয়েছে…… এটা মোটেও অযাচিত নয়। আমরা যেভাবে পৃথিবীকে দেখি সেভাবে আমেরিকা ও দেখে… এটা যারা ভাবেন, তারা বাস্তবতার থেকে অনেক অনেক দূরে আছেন। খোজ নিয়ে দেখেন আমেরিকা হয়তো নোবেল শান্তি পুরস্কারের দিগুন অর্থ অফার দিয়ে নোবেল কমিটিকে হাত করে এসব নাটক বিশ্বমঞ্চে চিত্রায়িত করছে। কারন? কে না জানে??? তারা মালালাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়ে পাকিস্থান খেতে চায়। ফিলিস্তিনে হাজার হাজার শিশুকে হত্যা করা হল, সিরিয়া ইরাকেও দেদারসে শিশুদের হত্যা করা হচ্ছে। মালালাদের মত কথিত মানবাধিকার বা শিক্ষা আন্দোলন কর্মীরা চুপ! কেন?? শিক্ষা আগে না জীবন? এভাবে চুপ থেকে আর কারো লাভ না হলেও মালালার লাভ হয়ে গেছে। যখন ই মালালা কথা কোন জায়গায় পড়ি, তখন ই মারওয়ার কথা কেন জানি মনে হয়ে যায়। সে বলেছিল “ I keep my sadness and pain inside” (পড়ুন http://www.bbc.com/news/magazine-21703819 ) আমেরিকার নামের রাক্ষসের দ্বৈত নীতি বুজতে অসুবিধা হয় না তখন। ও আরেকটা কথা, Nobel Prize এর সাথে Noble Prize গুলিয়ে ফেলবেন না যেন। এই নোবেল পুরস্কার “ Noble Prize” নয়। মালালা Nobel Prize পেলেও মারওয়া Noble Prize পাওয়ার যোগ্য
N.B আসুন আমরা বাংলাদেশ থেকে সত্যিকারের “ Noble Prize” দেওয়া শুরু করি। দেখবেন তখন কোন প্রাইজ মর্যাদায় শ্রেষ্ঠ হয়। বাংলাদেশের Corporate Sector গুলা এক হয়ে সত্যিকারের “Noble Prize” এর ব্যবস্থা কি করা যায় না?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫