অতি জরুরি একটি মৎস্য সপ্তাহের খবরঃ
খবরে প্রকাশ, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের বিভিন্ন প্রজাতির পোণা অবমুক্ত করেছেন। রাষ্ট্রপ্রধান ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে মাছের পোণা অবমুক্ত করেন।
সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির ৪২৬ কেজি ওজনের ৪৭১৮টি মাছের পোণা ছাড়া হয়।
কম জরুরি, সেলফ হেল্প খবরঃ
গোপনে আপনার কল ফরওয়ার্ড/রেকর্ড হচ্ছে না তো?
*#62# এই কোডটি ডায়াল করে দেখে নিতে পারেন আপনার কলগুলো কোথাও ফরওয়ার্ড হচ্ছে কিনা? যদি কোনো নম্বর দেখায়, তাহলে কল ফরওয়ার্ড হচ্ছে আর সম্ভাবনা আছে রেকর্ডও হচ্ছে।
##002# কোডটি ডায়াল করে আপনার সমস্ত কল ফরওয়ার্ড বন্ধ করতে পারেন।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৯