(শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য)
অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হইবার পর ক্লাসে এক ইঁচড়েপাকার সন্ধান পাইলাম, যে কিনা আমাদের আগেই দুইবছর ধরিয়া অষ্টম শ্রেনীর জ্ঞান অর্জন করিয়া আসিতেছিলো। মূলত তাহার সান্নিধ্যে আসিয়া আমরা আদিরসের প্রাথমিক জ্ঞান লাভ করিলাম।
এইরুপ জ্ঞানদানের এক পর্যায়ে, সে আমাদের মধ্যকার সবচাইতে আলাভোলা বালককে শুধাইলো, বাচ্চা কিরুপে হয়, তাহা কি তুমি জানো?
আলাভোলাসহ আমাদের সক্কলে মাথা নাড়িয়া জানাইলাম আমাদের জ্ঞান এখনো বহির্ভাগে সীমাবদ্ধ!
ইঁচড়েপাকা আমাদের বিস্তারিত বয়ান করিল। আমরা খানিকটা দিধা-দ্বন্দে ভুগিয়া এ-ওর মুখপানে চাহিয়া রহিলাম কিন্তু আলাভোলা কোনোভাবেই ইহা মানিতে পারিল না।
সে বাষ্পরুদ্ধকন্ঠে কান্না চাপিয়া চিৎকার করিয়া বলিলো, ইহা অসম্ভব! আমার পিতামাতা এই কর্ম কিছুতেই করিতে পারে না! আমি বিশ্বাস করি না!
সেইরুপ আলজাজিরার রিপোর্ট দেখিয়া, আমাদের সেই আলাভোলার ন্যায় কিছু লোকের ইহা অসম্ভব, ইহা অবিশ্বাস্য, ইহা কাল্পনিক ইত্যাদি চিৎকার শুনিয়া, আমার উপরোক্ত ক্ষুদ্র ঘটনাটি মনে পড়িয়া গেল, আর কিছু নহে।
ধন্যবাদ।
ইহা একখানা সম্পূর্ণ কপি করা প্রোডাকশন
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৯