আমি চাদগাজী সাহেবকে চিনি বিগত ৭ বছরের বেশি সময় ধরে। পরিচয়টা 'আমার ব্লগে' যেখানে উনি 'ফারমার' নিকে লিখতেন। আমি উনার লিখা নিয়মিত পরতাম কারন উনার চিন্তাধারায় একটা ভিন্নতা আছে।তবে আমার জন্য সবচেয়ে অবাক করা বিষয় ছিল, একদিন উনি আমার সবশেষ একটা পোষ্টে কমেন্ট করে বললেন আমি নিয়মিত লিখছি না কেন? সহ বল্গারদের এভাবে উতসাহ দেয়ার ব্যাপার টি সত্যি উনার এক অবাক করা গুন।এছারা উনার সেন্স ওফ হিউমার অসাধারন, উনার প্রতি নোংরা তির্যক মন্তব্যের প্রতি উত্তরে উনি এমন হালকা রসিকতার ছলে মারাত্মক খোচা দিতে পারেন , যা সত্যিই অসাধারান।
এক সময় যখন আমার ব্লগ ছেড়ে উনি সামুতে এলেন , উনার লিখে পরে আমার ১ মিনিটও সময় লাগেনি যে উনি আমার ব্লগের 'ফারমার' সাহেব। উনার লিখার সবচেয়ে বড় ব্যাপার হল , আপনি বিরক্ত হবেন, আপানার কাছে ফালতু মনে হবে, কিন্তূ আপনি ইগনোর করতে পারবেন না।
আর একটি ব্যাপার হল উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমার জানামতে উনি একমাত্র মুক্তিযোদ্ধা ব্লগার, তাই উনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেশি।
বাংলাদেশে সামু ব্লক থাকায় বেশ অনেকদিন ব্লগে আসা হয়নি। কিন্তু সম্প্রতি ব্লগ খুলে দেওয়ার পর এসে দেখি 'চাদগাজি' সাহেব অনুপস্থিত। উনার অনুপস্থিতি ব্লগে খুব প্রবলভাবে অনুভুত হচ্ছে । তাই উনাকে নিয়ে পোস্ট দিলাম এই আশায় যদি উনি কমেন্ট করেন।
প্রিয় চাদগাজি আপনি আমাকে নিয়মিত লিখতে উতসাহ দিয়েছিলেন, এখন আমি আপনাকে আহবান করছি, আপনি ব্লগে ফিরে আসুন।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০০