২০১৩/১৪ এরপর দীর্ঘ বিরতিতে, গত সপ্তাহে দেশের মানুষ 'কোটা বিরোধি আন্দোলন' এর কল্যানে দেশব্যাপি ব্যাপক বিক্ষোভ, প্রতিবাদ এর মহড়া দেখতে পেল। আমার ব্যাক্তিগত অভিমত হলো , আসলেই ৫৬% কোটা অযৌক্তিক এবং সেটার সংস্কার প্রয়োজন। তবে কিছু লোক এর কথা বার্তা দেখে মনে হয় মুক্তিযোদ্ধা কোটা উঠিয়ে দিলেই সম্যসা মিটে যায়। আসিফ নজরুলের মত কিছু বুদ্ধিজিবি এই ফর্মুলাটাকে আরো উসকে দিচ্ছে। তাদের মুল যুক্তি দুইটা-
১। দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখের কিছু বেশি যা মোট জনসংখ্যার ২% এরও কম , তাদের জন্য ৩০% কোটা কেন দিতে হবে?
২। কোটার বদলে তাদেরকে ভাতা বা অন্যান্য সুবিধা দেয়া হচ্ছে, যা আরো বাড়িয়ে দেয়া যেতে পারে।
আপাত দৃস্টিতে এই ভাবনা খুব নিরিহ এবং যৌক্তিক মনে হলেো ,এটা জাতি হিসাবে আমাদের চরম স্বার্থপর ও অকৃঁতঞ্জ মনোভাবের বহি:প্রকাশ বলে মনে করি।
কারন আমাদের ভাবনার অংকে যারা এখন সংখ্যালঘু ২% তাদের কল্যানেই আজকের বাংলাদেশ। এই ২% লোক যদি সেদিন , আমাদের ৯৮% পুর্ব পুরুষদের সাথে পালিয়ে জিবন বাচানোর ধান্দা করতো তাহলে আমাকে/ আপনাকে এই দাবি জানানোরও সুযোগ থাকতো না। কারন পরিসংখান বুর্যোর হিসাব অনুযায়ি দেশে ৬০ বছরের উপরের মানুষ বর্তমানে প্রায় ১০ % ,সংখার হিসাবে যা প্রায় ২ কোটি হবে। এর অর্ধেক নারি হলে, ১ কোটি পুরুষ ছিল ৭১ এ, যার অর্ধেক যদি যুদ্ধে যেত তাহলেও বর্তমানে মুক্তিযোদ্ধা থাকার কথা ৫০ লাখ। সেখানে আছে ২ লাখ । যদি আসল সংখা বাড়িয়ে ৫ লাখ ও ধরা হয় তাহলেও বলতে হবে এই ২/৫ লাখ মানুষ সেদিন তাদের পরিবার পরিজনকে ফেলে দেশের জন্য যে ত্যাগ স্বিকার করেছে , তা হয়তো আমার আপানার পিতা করেন নাই। তাই এই সংখালঘু ২ লাখ মানুষ এবং তাদের পরিবার অবশ্যই দেশের কাছে বাড়তি কিছু পাওয়ার অধিকার রাখে । তাই আমাদের প্রশ্ন করা উচিত আমাদের পিতাদের কে , কেন তারা মুক্তিযুদ্ধে শামিল হলো না? কেন দেশের জন্য ভুমিকা রেখে আজ বীরের সন্তান এর মর্যাদা থেকে আপনাকে বঞ্চিত করলো? সেটা না করে, আমি আপনি ইনিয়ে বিনিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের কে অপমানজনক কথা বলছি। তাদেরকে ভাতার আবরনে যারা মানবিক সহায়তার নসিহত করছেন , প্রকন্তরে এই ত্যাগি পরিবার গুলোকে ছোট করছেন। বিষয়টা এমন পর্যায়ে গিয়েছে , মনে হয় মুক্তিযুদ্ধে গিয়ে তারা ভুল করেছেন।
মুক্তিযোদ্ধের প্রতি এই বিদ্বেষ ভবিষতে দেশের জন্য ভুমিকা রাখারকে নিরুতসাহিত করবে। অতিত বীরদের অবদান কে ভুলে যাওয়ার মাধ্যমে আমরা যে অকৃঁতঞ্জতার উদাহারন তৈরি করছি, আমাদের ভবিষত প্রজন্মও তেমনি আমাদের আজকের ত্যাগকে অবমুলয়ান করবে। যার কিছুটা ইতিমধেই টের পাচ্ছেন এই কোটা বিরধি আন্দোলনের ৩ নেতা।
তাই আমার মনে হয় মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে নয় বড়ং সেটা রেখেই কোটা সংস্কার করা উচিত।
ছবি : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪