রাত ১২টা পার হলো ।বাইরে ঘনকালো
অন্ধকার ।একদম চাঁদের আলো নেই।
অফিস আদালত আর কিছু মুদি
দোকানের সামনের হলুদ আলোয় কিছু
জায়গায় একটু আরটু আলোময়।
মাঝে মধ্যে দুএকটু গাড়ির শব্দ শোনা
যায় সম্ভবত নাইট কার।যারা রাতে
যাতায়াত করতে ভালবাসে তাদের জন্য
এটাই উওম। এছাড়া এখন পর্যন্ত আর
কিছু চোখে পড়ছে না।কিন্তু যাদের খুজে
রাস্তায় রাস্তায় রাতে বেড়ানো তাদের
এখনো পাওয়া যাচ্ছে না।
,
রেললাইনের দিকে যাওয়া যাক।ঐইখানে
ওদের পাওয়া যেতে পারে।আসলে ওদের
নির্দিষ্ট কোন জায়গা নেই ।আজ
এখানে ত কাল ঐইখানে।যেখানেই সুযোগ
পায় সেখানেই অবস্থান করে।ওদের
কোন ডিনার ব্রেকফাস্ট কিংবা লান্চ
করা লাগে না ।যখন যেখানে যা জুটে তা
দিয়েই চালিয়েদিতে এরা ভিষণ
এক্সপার্ট।
,
রেলস্টেশন টা আজ বড্ব নিরব মনে
হচ্ছে ।হবেই ত এখন রাত প্রায় একটা
বাজতে আরম্ভ করেছে,এত রাতে কে
জেগে থাকতে চায় ।না তবে আছে জেগে
থাকার মত কেউ অবশ্যই আছে আমার
আরেএকটু খুজতে হবে।
,
এইতু কি যেন একটু আওয়াজ হলো,মনে
হচ্ছে ওরা এখানেই আছে। ওহ!এটা যে
একটু কালো বিড়াল সাদা হলেও আগেই
বুঝতে পারতাম। কিন্তু ওরা
কোথায়,যাদের দখলে তাকে এই রাতের
পরিবেশ ।
,
এই গভির রাতের প্রধান আকর্ষণ
এলোমেলো মাথার পাগলগুলা কই?হ্যাঁ
এতক্ষণ ওদেরই খুঁজতেছি। ওরা যে
রাতের নিশাচর দের প্রধান আকর্ষণ
ওদের ছাড়া গভির রাতের আড্ডা যে
হবে না । কই তোরা কই?এমন সময়
নাক ডাকার শব্দ পেলাম ঐইযে এরা
কয়েকজন ;দুজন ঘুমচ্ছে নাক ডেকে,এই
নাক ডাকার কল্যানেই ওদের খুঁজে
পাওয়া নয়ত কি যে হতো। একজন
আবার বসারমত করে শুয়ে আছে,তবে
ঘুমোই নি।চল আড্ডা দেই !!