না।
বিরক্ত না।
বিরক্ত হইও না।
তবে খারাপ লাগে। ভেবে অবাক হই।
যোগাযোগ রক্ষা করি। পরামর্শ দেই বলেই কি সময়ে-অসয়ে, সব সময়েই দিতে হবে ?
ফ্রি পরামর্শ দেই বলেই কি রাত ১২ টার পর কিংবা ভোর ৬ টাতেও প্রথম ঘুম ভাঙবে সেই ফোন কলে ?
হঠাৎই রাত ৩ টায় ফোন বেজে উঠে-
জুলহাস ভাই বলছেন ?
জ্বী। আসসালামু-আলাইকুম। বলেন। কে বলছেন, কোথায় থেকে ?
আমি অমুক। তমুক জায়গা থেকে। সাম হয়ার ইন ব্লগে আপনার নাম্বারটা পেলাম। মনে মনে আপনাকেই খুঁজছি।
আজ বিকেলে আমার ফার্স্ট লেটার এসেছে, আমি এখন কী করব ? একটু বলে দেননা, প্লীজ।
বলে দেই-
আচ্ছা আপনিতো খুব্ব ভাগ্যবান। সো আনন্দের ঠেলায় আমাকে এই রাত ৩ টায় ফোন মেরেছেন। তবে এবার লেটারটা বালিশের নিচে চাপা দিয়ে ঘুমাতে যান। সকালে কথা হবে।
বলেনতো, এছাড়া এই সময়ে আর কী বলতে পারি- কী-ইবা করতে পারি ?
ভাই,
যারা আমাকে ফোন দেন তাদের দুইটা ধরে বলি- অনুরোধ করি- আমাকে রাত ১০ টার পর আর সকাল ৯ টার আগে জাস্ট এই ব্যপারটা নিয়ে ফোন দিয়েন না। আপনার পিলিজ লাগে। তবে বিশেষ জরুরী হলে সেটা অন্য কথা।
ও হ্যাঁ, তার আগে করজোড়ে অনুরোধ নিচের লিঙ্ক কয়টা দেখুন। ভালো করে মন দিয়ে পড়ুন। এবার ভাবুন এ ব্যপারে সত্যিই আসলে আমাকে ফোন দেবার প্রয়োজন আছে কি-না।
থাকলে নির্দিষ্ট সময়েই দেন।
http://www.somewhereinblog.net/blog/msjulhas_designer/28952973
http://www.somewhereinblog.net/blog/msjulhas_designer/28954615
http://www.somewhereinblog.net/blog/msjulhas_designer/28955442
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৩