আমি এখানে বাটিক-বুটিকের যাবতীয় খুঁটি-নাটি প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছি।
বর্ণিত প্র্যাক্টিক্যাল কাজ গুলো নিজ দায়িত্বে করে নিবেন। আমাকে প্রয়োজন হলে বাসায় ছোলার ডাল, ভেড়ার গোস্ত আর পোলাও করে খবর দিবেন।
মোম উঠানোর নিয়ম
পদ্ধতি-
একটি পাত্রে পানি নিয়ে হিরো পাওডার তার ভিতর দিতে হবে। এর পর সাবান মিশ্রিত পানি গরম করে তার ভেতর মোমে আঁকানো কাপড় ডুবাতে হবে এবং কাঠি দিয়ে নাড়াতে হবে। এবার কাপড়টি একবার পাওডার মিশ্রিত আবার সাবান মিশ্রিত গরম পানিতে ডুবাতে হবে। এভাবে পর পর কয়েকবা করলে মোম উঠে যাবে। এবার কাপড়টি ভালোকরে কেঁচে ধুয়ে রোদে শুকাতে হবে।
সালফার ব্লক-
রঙ ১% (১ তোলা/১গজ)
সোডিয়াম ১% (১ তোলা/১গজ)
পানি ৯৮% (পরিমান মতো)
প্রণালী-
কাপড় আন্দাজে পানি নিয়ে একটি স্টীল বা মাটির পাত্রে ঊনানে জ্বাল দিতে হবে। পানি ফুটে উঠলে ফুটন্ত পানিতে রঙ ১%, সোডিয়াম ১% দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর উহাতে কাপড়টি ডুবিয়ে ২০ মিনিট জ্বাল দিন। সময় শেষ হলে তা উঠিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিন।
# আঁচল+পাড়= ১ তোলা রঙ+১ তোলা সোডিয়াম।
ঝর্ণা প্রিন্ট-
প্রুসিয়ান রং গোলাপী, হলুদ, ফিরোজা, বেগুনী
খাবার সোডা ১ চিমটি
কাপড় ধোয়া সোডা ১চিমটি
রেজি সল্ট ১চিমটি
লবণ ১ চা চামচ
প্র“সিয়ান রঙ আধ চা চামচ
প্রণালী-
সবগুলো উপকরণ একত্রে পানিতে মিশাতে হবে। এবার কাপড়ের যেটুকু প্রিন্ট হবে সেইটুকু সূতা দিয়ে বাঁধতে হবে। এবার যতটুকুতে বাঁধন আছে ততটুকু পানিতে ভিজান। এবার ঐ মিশ্রিত রঙ ব্রাশ দিয়ে লাগান। রঙ লাগানোর কিছুক্ষণ পর বাঁধন খুলে দিয়ে কড়া রোদে অন্ততঃ ৭ দিন শুকান। ৭ দিন পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।
# রঙ মিশ্রণের পর ১২ ঘন্টার মধ্যেই ব্যবহার করে নিন। (চলবে)
(আগের লেখা)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১০