(৩য় কিস্তি)
জন্ম নিবন্ধন সনদ ও ম্যারেজ সার্টিফিকেটের নির্দিষ্ট ফরমেট গুলি দেখে নিন।
জন্ম নিবন্ধন সনদের ফরমেট।
ম্যারেজ সার্টিফিকেটের ফরমেট।
এতক্ষণে নিশ্চই আপনি ফরমগুলি পূরণ করেছেন। মনে রাখবেন আপনার ফরম সহ প্রত্যেকটি ডকুমেন্টস এর (শুধুমাত্র মূল সার্টিফিকেট গুলো ছাড়া) উপরে ডান পার্শ্বে কোনায় আপনার কেস নাম্বারটি অবশ্যই লিখতে হবে। এবার বলছি আপনার পূরণকৃত ফরমের সাথে কী কী কাগজপত্র লাগবে। নিম্নের ক্রম অনুযায়ী সাজাবেন।
১। আপনি বিবাহিত হলে আপনাদের দু’জনের ম্যারেজ সার্টিফিকেট (ইংরেজী ভার্সনে সংশ্লিষ্ট কাজী অফিস থেকে সংগ্রহ করতে হবে) কাজী অফিসে না থাকলে নির্দিষ্ট ফরমেটে টাইপ করে সংশ্লিষ্ট কাজী দ্বারা স্বাক্ষর করিয়ে নিতে হবে।
২। বিবাহ বিচ্ছেদ, স্বামী/স্ত্রী মৃত হলে, আলাদা বসবাস করে থাকলে তার সার্টিফিকেট। যা সংগ্রহ করতে হবে কাজী অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সংশ্লিষ্ট অফিস থেকে।
৩। ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সংশ্লিষ্ট অফিস থেকে পাওয়া আপনার জন্ম নিবন্ধন সনদ (বাংলা অথবা ইংরেজী) সহ ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সংশ্লিষ্ট অফিসের প্যাডে নির্দিষ্ট ফরমেটে জন্ম নিবন্ধন সনদ (ইংরেজীতে)। আপনি বিবাহিত হলে আপনাদের দুজনেরই একই পদ্ধতির জন্ম নিবন্ধন সনদ।
নিচে জন্ম নিবন্ধন সনদ ও ম্যারেজ সার্টিফিকেটের নির্দিষ্ট ফরমেট গুলি উপস্থাপন করলাম।
৪। আপনি বিবাহিত হলে আপনাদের নিকাহ নামা (বাংলা ও ইংরেজীতে দু’টি ফরমে সংশ্লিষ্ট কাজীর স্বাক্ষরিত)
আপনি পূনরায় ভালোকরে পূরণকৃত ফরমগুলো এবং উপরোল্লিখিত কাগজ গুলো দেখে নিন। এবার একটা প্রমান সাইজ খামে আপনার পূরণকৃত ফরম এবং শুধুমাত্র কাগজপত্রগুলির ফটোকপি (কোনপ্রকার সত্যায়িত করা যাবেনা) ভরে খামের উপর আপনাকে প্রদত্ত ডিভি লেটারের খামে কেন্টাকী কনস্যূলার এর ঠিকানা সম্বলিত স্টিকারটি লাগিয়ে দিন।
এবার আপনার খামটি বাংলাদেশের যে কোন কুরিয়ার বা মেইল সার্ভিসে পাঠিয়ে দিন। কুরিয়ার ভেদে এদের চার্জটা ভিন্ন। তবে ডিভি’র ব্যপারে ১০০% নিশ্চয়তার জন্য, দ্রুততার জন্য এবং স্বল্প চার্জের জন্য টিএনটি বিশ্বস্ত। এদের মাধ্যমে কিছ সুবিধাও পাওয়া যায়।
আপনার ফার্স্ট লেটার তো পূরণ করে পাঠানো হলো। এবার অপেক্ষায় থাকুন সেকেন্ড লেটার পাওয়ার জন্য। আর মনে মনে প্রস্তুতি নিয়ে থাকুন পরবর্তী কাগজপত্র গুলি সংগ্রহ করার জন্য। সে নাগাদ সেকেন্ড লেটারের পরবর্তী কাগজগুলো কী কী, কীভাবে তা কী করতে হবে বিস্তারিত নিয়ে অচিরেই আবার ফিরছি।
(চলবে)
২য় কিস্তি
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫