আঁকি-বুকির ভূবণে প্রবেশ করার প্রসঙ্গটা আমার জীবনের জন্য বেশী একটা সুখকর নয়, তা হয়ত জান। তদুপরী যত দিন ছিলাম ছাত্রবেলায় ভালই ছিলাম। বন্ধুদের কথা, দেখিস- “তোর ছাত্রজীবন শেষ হবার আগেই তোর নিজের জীবন প্রদীপ সাঙ্গ হবে। এত পরিশ্রম, এত কাল রাত জাগা এক জীবনে কোন মানুষের সইবার নয়। তোরও সইবেনা”। মানিনি। কিন্তু ক’দিন পর থেকেই শারীরিক সামর্থ হারাতে থাকলাম। সাথে আত্মবিশ্বাসও। সেই থেকে আর মনোবল ফিরে পেতে চেষ্টাও করিনি। ডুব দিলাম ভিন্ন মাধ্যমে। নেট-এ। আর এখানেই কাটে আমার রাত দিন, যেখানে পেলাম তোমাকে।
মনোবল আর আত্মবিশ্বাসের জোরে নয়। কিছুটা উৎসাহী হয়েছিলাম তোমাকে কল্পনা করে, তোমার প্রেরণায়। ভালকরেই জান আমার হাতটা (কোন কিছু লেখা, আঁকা বা সূক্ষ্ম কাজ করতে) প্রায় অকেজো হবার পথে। তার পরও চেষ্টা করেছি আমার প্রতিভা ঝালাই করতে। সে সুযোগটাও আর অবশিষ্ট রইল না।
অন্ততঃ ব্লগের রুচিশীল, অভিজ্ঞ দর্শকগন বলুক তুমি আমার বিকাশে কতটা সহায়ক / অন্তরায়।
সব কিছুই মেনে নিলাম। ভাল থাকার শুভ কামনা জানানোর মতো ধৃষ্টতা আমার নাই।
তবুও.. .. .. ভালো থেকো।
যাকে উৎসর্গ করলাম
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫