প্রিয় H.S.C.-তে উত্তীর্ণ ভাই-বোনেরা,
যারা সাইন্স থকে পড়েছো তারা চেষ্টা কর টেকনিক্যাল কোন লাইনে পড়তে।
আমি সাইন্স লাইনের স্টুডেন্ট তাই কমার্স ও আর্টস সম্পর্কে ভালো জানিনা।
তবে যে লাইনেই তোমরা পড়াশুনা কর সবখানেই কিছু টেকনিক্যাল বিষয় থাকে, এগুলো খুঁজে বের করে এগিয়ে যাওয়া ভালো। কারণ যুগটাই টেকনোলজির।
যাদের পক্ষে সম্ভব হবে কম্পিউটারের বিভিন্ন কোর্স শুরু করা ভালো হবে।
যারা সরকারী চাকুরীর প্রতি বেশী আগ্রহী তাদের উচিৎ যত দ্রুত সম্ভব টিউশনি যোগাড় করা।
সকল ছাত্র-ছাত্রীদের প্রতি দোয়া রইলো। একটা কথাই শুধু বলবো। শিক্ষাজীবন কেবল শুরু হবে তোমাদের। এর আগে যা করেছো তা কেবল সূচনা। এবার নিজেকে গড়ার পালা।
এতক্ষণ যা বলেছি তা কেবল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গীতে। এবার সামাজিক দৃষ্টিভঙ্গীতে বলতে চাই, দেশ নিয়ে ভাবো। কোন বিষয়ে পড়াশুনা করে তুমি দেশকে, দেশের মানুষদের সবচেয়ে বেশি উপকৃত করতে পারবে তা চিন্তা করে আগাও।
যারা ভালো করতে পারোনি তাদের বলছি, হতাশা কোন সমাধান নয়। সময় তোমার কথা ভেবে থমে নেই, তোমরা কেন সময়ের কথা ভেবে থেমে থাকবে?
এগিয়ে যাও, বড় হও, আরো বেড়ে ওঠো .........
শুভ কামনায়।