মৃত্যু!
ছোট্ট একটি শব্দ। এই সেই শব্দ, যা আমাদের নিয়ে যায় অজানা কোন রাজ্যে, যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানিনা। সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে কত না কষ্ট! যখন মৃত্যুর ডাক এসে যায়, প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তানেরা, সবচাইতে আপন বাবা-মা কেউ তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারেনা আমাদের। কত সুন্দর করে আমরা সাজাতে চেয়েছি আমাদের জীবন, কত পরিকল্পনা ছিল; সব মিলিয়ে যায় মাত্র দুটি অক্ষরের এই শব্দের দ্বারা। আমরা প্রতিদিন এই মৃত্যুকে কত আপনভাবে নিজের সাথে বয়ে বেড়াই আমরা নিজেরাও জানিনা।
একবার শুধু স্মরণ করুন, আজ কতবার ভেবেছেন মৃত্যুর কথা?
আমার মুসলিম ভাই ও বোনেরা, আপনি সমাজকে ভয় পান অথচ যখন আপনার মৃত্যু হয়ে যাবে এই সমাজ আপনার কোন কাজে আসবেনা। আপনি স্বামী/স্ত্রীকে ভয় পান অথচ এই স্বামী/স্ত্রীও আপনার কাজে আসবেনা। মৃত্যু আমাদের কাউকেই রেহাই দিবেনা। দয়া করে স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আপনার চিৎকার কেউ শুনতে পাবেনা, আপনার কাছে যে প্রশ্ন করা হবে তার উত্তর দানে কেউ আপনার সাহায্যকারী হবেনা।
অতএব বন্ধুরা, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। ক্ষণস্থায়ী জীবনের স্বাদ নিতে গিয়ে অনন্ত জীবনকে ভুলে যাবেননা।
সেই মহান আল্লাহতা’লাকে ভয় করুন যিনি সমস্ত প্রানীর জীবন ও মৃত্যুর মালিক।
বন্ধুরা ভয় করুন, কারণ এই ভয় আপনাকে আল্লাহতা’লার আনুগত্যের পথে ফিরিয়ে আনবে, এই ভয় আপনার জীবনকে সত্যের পথে পরিচালিত করবে।
তাই বন্ধুরা একটা কথাই শুধু বলতে চাই,
আল্লাহতা’লাকে ভয় করুন।