বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট এবং অমর একুশের গানের রচিতা " আব্দুল গাফ্ফার চৌধুরী " ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি কবিতা রচনা করেন । আমি সেই কবিতাটি স্যামু বন্ধুদের জন্য তুলে ধরলাম ।
বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন
আব্দুল গাফ্ফার চৌধুরী
বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন
পদ্মাপারে নৌকা করে ভিড়বেন
নকশীকাঁথার পাড়ের মতন
সব হারানোর দুঃখ ভূলে
রক্তমাখা আচঁল তুলে
শিশির ধোয়া ঘাসের মতন
মায়ের মতন হাসবেন ।
বঙ্গবন্ধু আবার যখন আসবেন ।।
বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন
নৌকা করে পদ্মাপারে ভিড়বেন
লক্ষ আকুল মানুষ আবার
তৈরি করবে নতুন জোয়ার
শক্ত হাতে রক্ত রাখী
বাজের আওয়াজ কাড়বে নাকি !
আগুন হয়ে ফাগুন আবার
কালবৈশাখী নাচবেন ।
বঙ্গবন্ধু আবার যখন আসবেন ।।
বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন
পদ্মাপারে নৌকা করে ভিড়বেন
গানের তালে বানের আওয়াজ
সবুজ পাতায় কী কারুকাজ —
আকাশ নীলে পাখির ডানায়
জয় পতাকা আবার টানায়
রৌদ্রমাখা সূর্য শিশু -
আবার জানি হাসবে ।
বঙ্গবন্ধু আবার যখন আসবেন ।।
বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন
পদ্মাপারে নৌকা করে ভিড়বেন
আঘন মাসের মাটির গন্ধে
শীতের রাতের শিশির ছন্দ
কুজ্বটিকায় উদাস বাউল
একতারাতে তুলছিল ফুল
পাগল বাতাস সুরের ফণায়
সেই ফুল নিয়ে নাচবেন ।
বঙ্গবন্ধু আবার যখন আসবেন ।।