জাতীয় বিশ্ববিদ্যালয় দিনের পর দিন ছাত্র ছাত্রীদের হয়রানি করছে দেখার কেউ নেই । এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নিম্ন আয়ের মা বাবার সন্তানরা পড়তে আসে অথবা যেকসল ছাত্র ছাত্রীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকৃতকার্য বা মেধা তালিকায় স্থান না পেয়ে মধ্যবিত্তের মা বাবার সন্তানরা এক বুক আসা নিয়ে ভর্তি হয় তাদের শেষ সম্ভল জাতীয় বিশ্ববিদ্যালয়ে । এখানে এসে তারা বিভিন্ন রকম হয়রানির স্বীকার হয় । ৪ বছরের কোর্স শেস করতে লেগে যায় সাত বছর বা তার চেয়েও বেশি । বিভিন্ন পরীক্ষার প্রশ্নে ভাল উওর করলে মাঝে মাঝে বিপরীত ঘটে । আর পরীক্ষার ফলাফল ঘোষণা করতে লেগে যায় সাত থেকে আট মাস এভাবে হয়রানির স্বীকার হয়েও ছাত্র ছাত্রীরা মুখ বুঝে সয়ে থাকে । এক সময় হয়ত ভাগ্য ভালো হলে মাঝ বয়সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে বাহির হয়ে আসতে পারে । এসেও হয়ত সে সময়ে তার কোন সরকারী চাকরীর বয়স সীমা পার হয়ে যায় । তার পর ওই ছাত্র ছাত্রীরা মানবতার জীবন যাপন করে । এইত ৩০ তারিক জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষে ফলাফল প্রকাশ করে যাতে দেখা যায় অন্যান্য বিষয়ে ছাত্র ছাত্রীরা ভাল করলে ও ইংরেজী ( নন ক্রেডিট ) বিষয়ে গণহারে ফেইল করে যেটা অবাস্থব ও অযুক্তিক । যা দেখে ছাত্র ছাত্রীরা হতাশ ,মর্মহত তারা সবাই বলেছে সবচেয়ে পরীক্ষা ভাল হয়েছে ইংরেজী আর সেই ইংরেজীতেই গণহারে ফেইল করেছে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে ? এই জন্য আমি বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভূতে পাইছে । আর সেই ভূত তাড়াতে সিলেটের এমসি কলেজ প্রথমে মাঠে নামে , আমি ও সেই ভুক্ত ভোগীদের একজন । আর সেই ভূত তাড়ানোর আন্দোলনের সাথে থাকার কারণে আমার কাছে জাতীয় বিশ্ববিদ্যালযের অধীনের বিভিন্ন কলেজের শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল আসে সব বন্দুরা একই কথা বলেছে যে তাদের ইংরেজী পরীক্ষা সব চেয়ে ভাল হয়েছে তার পরেও ফেইল করেছে তারা এখন কি করবে কার কাছে যাবে ? কে আমাদের মত ভুক্তভোগী শিক্ষার্থীদের কথা । মিডিয়া কি আমাদের মত হতভাগাদের খবর কভারেজ করবে ? আবার শিক্ষার্থীরা যে পূর্ণ নিরক্ষন করবে সেখানে ৫০০ টাকার স্থানে ৮০০ টাকট করে রেখেছে । অবশ্যই ভূক্তভোগী শিক্ষার্থীরা এম সি কলেজের আন্দোলন দেখে তারা ও প্রতিবাদ করতে পরিকল্পনা করছে । অনেক বন্দুরা আমাদের সাথে যোগাযোগ করে বলেছে তারা আগমীকাল অর্থ্যাৎ বৃহস্প্রতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণহারে ফেইল দেওয়ার প্রতিবাদ করতে যাচ্ছে । অনেক শিক্ষার্থী বন্দুরা বলেছে তাদের মা বাবা তাদের নিয়ে অনেক আশা করে তাদের কাছে মুখ দেখাবে কিভাবে ? আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন তিনি যেন জাতীয় ভূতে ধরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দেন । অনার্স ২য় বর্ষের ইংরেজী খাতা ভাল করে দেখে ফলাফল পূর্নরায় ঘোষণার ব্যবস্থা করেন । এখন দেখার বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সাধারন শিক্ষার্থীদের তাদের বিরোদ্ধে যুক্তিক অভিযোগ তারা কিভাবে বিচার বিশ্লেষণ করে ?
Hridoy : 01738311055
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১