২০১০-২০১১ সনের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় সকল ছাত্র ছাত্রীদের শুধু মাত্র ইংরেজীতে গণহারে ফেইল দিয়ে দিয়েছে যেটা অবাস্তব এবং অযুক্তিক আর এর প্রতিবাদে গতকাল সিলেট এমসি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা আয়োজন করে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ । গতকাল ১১টায় কলেজের সকল শিক্ষার্থীরা মিলে নেমে পরে রাস্তায় । আর এই চক্রান্তের প্রতিবাদে এমসি কলেজের রাস্তা প্রায় ২০ মিনিট বন্ধ করে রাখে যার ফলে সৃষ্টি হয় এক বিশাল যানযট । ছাত্র ছাত্রীদের স্লোগান , জাতীয় বিশ্ববিদ্যালয় কেন ? ছাত্র ছাত্রীদের এভাবে হয়রানি করছে , এটা কিসের জন্য ? শুধু মাত্র ইংরেজীতেই ফেইল দিয়েছে সবাইকে । উক্ত আন্দোলনের সবার দাবি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে , জাতীয় বিশ্ববিদ্যালয় যেন তারে যুক্তিক দাবি মেনে নিয়ে শুধু মাত্র ইংরেজী বিষয় খাতা আবার ভাল করে পূর্ণ মূল্যায়ন করে এবং নাম্বার গুনে যেন পাস ফেইল না দেয় ।আন্দোলনরত ছাত্র ছাত্রী অনুরোধ করেছে দেশের সকল ছ্ত্র ছাত্রীরা যেন তাদের এই আন্দোলনে অংশ গ্রহন করে । আর এর ধারাবাহিকতায় সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজের অনার্স ২য় বর্ষেরসকল ভুক্তভোগি ছাত্র ছাত্রীরা আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে । এখন দেখার বিষয় এমসি কলেজের ছাত্র ছাত্রীদের ছুড়ে দেওয়া এই যুক্তিক দাবি গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে বিচার বিশ্লেষণ করে ।
প্রয়েজনে যোগাযোগ করুন :
০১৭২৯৭৮২২২২
০১৭৭৫৭৬৯০৬৮
০১৭৩১০৭০৫২১
০১৭৩৮৩১১০৫৫
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৯