............
সিরাজগঞ্জ জেলার পাচিল গ্রাম নামুক এক প্রত্যন্ত অঞ্চলে এক বৃদ্ধ বসবাস করে যার বয়স নাকি ১৮৫+ প্রথমে কথাটি শুনে কেমন যেন অবাক হয়েছিলাম অতঃপর ঊনাকে স্বচক্ষে দেখার প্রচন্ড ইচ্ছা হলো-
সেই ইচ্ছা থেকেই গত শুক্রবার রওনা দিয়েছিলাম-
কিছুটা দূর সি এন জি করে যাবার পর শুরু হলো হাটা যিনি আমাকে নিয়ে গিয়েছিলো ঊনি বল্লো এখানে হাটা ছারা অন্য কোন ব্যাবস্থা নেই তাই বাধ্য হয়ে শুরু করতে হলো হাটা। সেই দিন ই আমার জীবনের রেকর্ড পরিমান হেটেছিলাম। ১৮৫+ বয়সের মানুষটিকে দেখতে পাব এই আনন্দে বুজতে পারি নি কতটা হেটেছিলাম-
সেখান থেকে ফেরার সময় সত্যি অবাক হয়েছিলাম কেননা যেখান থেকে হাটা শুরু করেছিলাম সেখানে পুনঃরায় আস্তে প্রায় ৪+ ঘন্টা লেগেছিলো।
আমি খুবই বিষ্মিত হয়েছিলাম এই দেখে যে ১৮৫+ বয়সের মানষটি আমার সাথে স্পষ্ট ভাবে কথা বলছে ও আমার কথা গুলো সুন্দর বুজতে পারছে।বয়সের ভারে এতটাই কুজো হয়ে গেছে যে চলাফেরা করতে পারে না বিছানায় শুয়ে বসে তার বর্তমান দিন যাচ্ছে। চোখে ভালোভাবে দেখতে পায় না।
যাবার সময় কিছু মিষ্টি নিয়েছিলাম যা ঊনি দিব্বি আমার সামনে বসে খাচ্ছিলো- চেয়ে চেয়ে দেখছিলাম আর ভাবছিলাম প্রায় ১৩ যুগ আগের মানুষটির সামনে আমি বসে আছি।
ঊনার নাত্নীর মেয়ের ছেলের ছেলের সাথে তাকে দেখতে গিয়েছিলাম.........
.........................................