সকালে পড়তে বসছি..সামনেই ফাইনাল।হঠাৎ সিনিয়র ভাইয়ের ফোন "তুমি এখনি একটু সায়েদাবাদ আসো..খুব জরুরী কথা আছে'।রিকসা নিয়া চইলা গেলাম।ভাই দাড়াইয়া আছে।বললাম চলেন কোন রেস্তরায় বসা যাক।সে বলল তুমি কি ব্যস্ত?বললাম আসলে সামনে পরীক্ষা.বিকেলে আই আই টি ক্লাস।
-ওমা সে বলল তাহলে কালকে এসো।
-বললাম আপনি না কি গুরূত্বপূর্ন কথা বলবেন?
-তা তো একটু সময় করে বলা দরকার?
-কতক্ষণ?(মেজাজ ততক্ষনে খারাপ হতে শুরু করেছে)
-এই ১৫/২০ মিনিটের কথা।
-তাহলে তো এখানেই বলা যায়..আমাকে ১২ টার আগে বাসায় যেতে হবে,এখন তো ১০ টা বাজে।
-ঠিক আছে তাহলে আমার বাসায় চল। বাসা মুগদা..
-বললাম চলেন..গাড়িতে উঠি(সামনেই মুগদা যাবার তুরাগ গাড়ি)অথচ সে উঠল বলাকায় (যেটা মুগদা যায় না)।
গাড়ি কমলাপুর ছাড়িয়ে রাজারবাগ গেল তবু নামল না।মালিবাগ মোড়ে নামল।এর মধ্যে আমার অবস্থা চরমে..তখনো বুঝি নি সামনে কি হতে চলেছে ..
সে আমাকে নিয়ে গেল ডেসটিনি অফিসে।
সেখানে দেখি ডিপার্টমেন্টের আরো দুই বড় ভাই!আমাকে নিয়ে বসাল আর বলল এখন আপনার সাথে আমাদের অমুক সার একটু কথা বলবেন..(সে আমার ডিপার্টমেন্টের এবং হলের বড় ভাই)
-আমাকে প্লিজ আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন।আমার প্রয়োজনের কথা বললাম।
-এক বড় ভাই বলল স্যার!ফোনটা একটু অফ করেন।করলাম।
-এবার একটা সাদা কাগজ নিয়ে শুরু হল আমাকে কয়েক মাসের মধ্যে বড়লোক(পয়সায়ালা) করে দেবার প্রোগ্রাম।কি সব উদ্ভট কথা..ছয় মাস পরে প্রতি মাসে লাখ লাখ টাকা আয়..ঢাবিতে পড়ে আমাকে দিয়ে কি হবে আমি যদি ডেসটিনি নামক আধুনিক ,বৈজ্ঞানিক এবং সবচেয়ে স্থায়ি ব্যবসার সাথে না জড়িত হই..
এদিকে আমার তো অবস্থা কাহিল..
তারপর আসল তার বড় জন..আবার একদফা ক্যাচাল।
বললাম আমি সব বুঝতে পারছি..আমার এতে জয়েন্ট করা উচিত।কেন আমি এত দেরি করলাম তার জন্য নিজেকে নিন্দা করলাম।এতদিন পর হলেও আসল সৌভাগ্যের খোঁজ দেবার জন্য তাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে বললাম কোথায় সই করতে হবে?সই করলাম..১১০ টাকা চাইছিল- বলছি রাতে টাকা নিতে আসবেন।জয়েনিং মানি ও দিব..
এরপর বিদায় নিলাম।ততক্ষনে ১ টা বাজে..ক্লাস আর করতে পারলাম না।
গাড়িতে উঠলাম..একটু পর যে ভাই তার জরুরী কথা বলার জন্য আমাকে নিয়া গেছিল তাকে ফোন করলাম 'তুই যদি আর একবার আমার বাসার সামনে আসিস তাইলে ঐদিন বুঝবি...
মনে হয় আসবে না।
রাস্তার কিছু ভিক্ষুক আছে পা জড়াইয়া ধরে.কিছু না দিলে ছাড়ে না।আমার কাছে মনে হইছে এরা তাদের থেকেও খারাপ।