বড্ড সুন্দর ! একরাশ ঘন নীল ;
রাজশ্রী, চিনতে পারছ ? আকাশের রঙটা
সেদিনের মতন যেন, ডাকছে হাতছানি দিয়ে !
আজ মনে পড়ে
উচ্ছাস ভরা মুখে তোমার, মন ভোলনো হাসি -
মিস্টি দুটো কথার সুর ;
ওগো দেখে যাও না, কী অপরূপ নীলা !
চলো না বেড়িয়ে আসি, হাত ধরে হাটি কিছুক্ষণ
বনানীর ছায়ায়, একাকী নির্জনে ।
তুমি আর আমি, পাশাপাশি -
হেটে চলা ধীর পায়ে , কেমন মায়াবি পথ !
তোমার পায়ে নুপূরের চুমু , যেন
কোমল রিনিক ঝিনিক ! কী ভীষণ মিষ্টি
কানে এসে লাগে এখনো । মনটা
ভরে ওঠে । পরমুহূর্তেই আবার
বিষণ্নতা গ্রাস করে আমায় !
রাজশ্রী, সবই কি আজ ম্লান ?
এতই কি মূল্যহীন ঝরা পাতার বেদনা ।
বিমূঢ় রাত্রি না হয়, কুয়াশা দিয়ে
ঢেকেছে আমাদের চেনা জানা সেই
মেঠো পথ ! হয়ত নিস্তব্ধতায় ঢেকেছে
আমার ভূত ভবিষ্যৎ ! তুমিতো আলোতে আছ ?
চন্দ্রালোক কি তোমার গৃহশয্যায়
আর বাড়ায় না শোভা ? আর কি
হাসনাহেনার গন্ধ খুজে পায়না
তোমার শোবার ঘর ?
রাজশ্রী ! এ আমার দৃঢ় বিশ্বাস
এখনো তুমি চোখ মেল, ধরতে চাও
হাত বাড়িয়ে দিগন্তহীনা দূর নীলিমাকে ।
এখনো স্বপ্ন তোমার সমুদ্র ফেনা স্পর্শের ;
সবুজ ঘাসের বুক মাড়াবার ।
বিমূর্ত স্বপ্নগুলো আমার তাই, এখন সত্যি হতে চায়
যে মনের ক্যানভাসে নিয়ত আকি
মুঠি মুঠি স্বপ্নের আল্পনা ; তারা অবাক করে
আমায় দেখা দেয় অনন্ত বাস্তব হয়ে ।
আমি লিখে যাই প্রতিদিন , হারানো দিনের গান
আগামীর কথকতা । আমার লেখনীর প্রেরণা
তুমি, রাজশ্রী প্রিয়তমেষু !
হয়ত দেখেছ তুমি - আজও একাকী নির্ঝর
হেটে যায়, দূর দূরান্তে ; নূপুরিত লাবনীতার জন্য ।
প্রিয়ন্তিকার জন্য একরাশ অভিমানে
মাদকসঙ্গমে মগ্ন যুবকের করুণ স্বগোতক্তি ;
আমি ভালই আছি । আমি হাসি,আমি কাদি
তোমার জন্যে , তোমার জন্য লেখা হয়
নতুন নাটক, কাব্য, মহাকাব্যিক উপন্যাস ।
স্বপ্ন পথের পথিকেরা, এই যে স্বপ্নে হাটে
সে তোমার আশীবার্দে, হে রাজশ্রী !
আমি আজো আশায় আছি ; আমার
ভালবাসা মুখোমুখি হবে পরম সত্যের ।
যে সত্য গড়েছ তুমি হে রাজশ্রী ।
উৎসর্গ : ভার্চুয়াল বন্ধুকে কবিতা উৎসর্গ করা ঠিক শোভন হল কিনা সিউর না । তবু করলাম । রাজশ্রী মেহতাব ভাল থাক । যদিও জানি না সে বেচে আছ কিনা ।
বি.দ্র : এটা আমার পচাত্তর তম পোস্ট !! ভাবতেই অবাক । এই সেদিন লিখতে শুরু করলাম এর মাঝে এত গুলো !! সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা পাঠের জন্য ।
পূনশ্চ : চমৎকার আলোচনা শুরু করেছেন পান্থ ভাইয়া । এবং সময় মত সাড়া দিয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন নষ্ট ভাইয়া, শাহেদ খান, জামিনদার, স্বদেশ হাসনাইন এবং হানিফ রাশেদীন । আপনারা আসুন না । হয়ে যাক মুক্ত আলোচনা...