মানবের স্বরূপ, মহামানব হে-
ওই তোমার অকোমল দেহে ,
একা করোনি ধারণ!
হাজার জনের তরে তোমার আগমন।
তুমি চির মহান-
আর,আমি রিক্ত-ক্লান্ত প্রাণ,
স্বপ্নহীন, দীনহীন;
মানুষ কোন, আকর্ষণহীন।
হয়ত শুদ্ধ তুমি,নির্মলা শষ্যক্ষেত!
তাতে নেই মোর খেদ।
তুষ্টি আমার আপন অপূর্ণতায়-
মুগ্ধতা তোমার পূর্নতায়।
কিন্তু যার-হয়নি কোনদিন কোনভুল,
সেই ব্যর্থতা তার-সে নির্ভুল।
দোষে-গুনে,ভ্রান্তি আর ভুলে-
ভরা মোর হৃদয়ের কূলে,
নির্মলা তোমার আনাগোনা।
যত ছিল ফসলি বীজবোনা,
কিছু খানে তার হয়েছিল ভুল-
ব্যর্থতার শৃংখল দুল ;
ছেয়েছিলো মোরে বারবার
করেছিল রূদ্ধদ্বার।
সেদিন বলেছিলাম প্রার্থনা করে,
তব চেতনায় তুলে ধরো মোরে-
তোমারি কৃপার মায়ায়।
দিলে সাড়া অপূর্ণেরে মহত্বের করূনায়
সেই আমার পূর্ণতা
অপূর্ণ মানবের পূর্ণতার সার্থকতা।
বছর দুই আগের লেখা । তারিখটা ঠিক মনে নেই । যাকে নিয়ে লিখেছি, সে আজ আর সেরকম আগেরটি নেই । আগে সে কবিতা পড়ে বুঝতে পারত । এখন পারে না । কি দু:খ