শ্রাবনের সন্ধায়-
বৃষ্টির অবিরাম কান্না বড্ড করুন মনে হয় .
কিন্তু কেউ কী জানে-
সে কান্নায় লুকিয়ে থাকে কত বেদনা কত কষ্ট?
হয়ত জানে,হযত না.
কিন্তু আমি তা জানি-সে কষ্ট বিপুল হলেও-
তার সীমারেখা আছে।
তাকে পরিসীমার বাঁধনে বাঁধা যায়। কিন্তু এই-
আমার কষ্টের-
কোন সীমা নেই, পরিসীমা নেই, মূর্ত রূপ নেই।
অবিরত রক্তক্ষরণ-
নিয়ত আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, শেষ করে দিচ্ছে।
আমি নিঃশেষ হচ্ছি-
জীবনটা পানসে মনে হয়,বেচে থাকা বহন করে না
কোন অর্থ।আজ আমি-
জানি না কি করবার আছে আমার? কান্না ছাড়া-
আর কোন উপায় আছে?
আমার জানা নেই।তাই- মাঝে মাঝে ঝরাই চোখে
দু ফোটা নোনা জল।
সেই জল দিয়ে লিখে যাই ব্যথার কবিতা গুলো-
প্রতি ক্ষণে অনুক্ষণে!
এই আমার ব্যথাগুলোর প্রতি সব শেষ নিবেদন।