ভাল বাসি। দুনিয়ার তাবত ভাল বাসা তোমার জন্য
হাজারো কবির উপমা যেখানে একটি শব্দের মোহনাতে মিলে
মিলনের মোহতায় মন নাচে আনন্দে
তোমার আর আমার পথ এক পথেই গেছে চলে_
আমি ভাল বাসি তোমাকে ভাল বাসার জন্যে
এরপর অনেকদিন , কিছু মান -কিছু অভিমান
হঠা্ৎ ঈশান কোনে জমেছে মেঘ!
বলে দিলে 'এসবি মিছে,
ভাল বাসা শুধু শিশুতোষ খেলা।'
অামি যা পারিনি..
তোমার মনের কোনে একটু স্হান করে নিতে,
দুনিয়ার তাবত সম্পদ নিজের করে নিতে,
তাই গরিবদের একজন রয়ে গেলাম।
পারিনি বুদ্ধিহীনতার জন্যে নির্বোদ বোকা খ্যাতি থেকে নিস্তার দিতে।
তুমি যখন ফিরিয়ে দিয়েছিলে অামার শেষ আবদার,
তুমি যখন ভুলে যেতে বলেছিলে ,
ছোট্টবয়সের আবেগি মনের যন্ত্রনা।
তখনও পারিনি ভুলে যেতে!
আজ এতবছর পরেও কি পেরেছি তা?
যদি তা পারতামই তবে -
আমি হয়ে যেতাম বুদ্ধিমানদের একজন , হয়তো ফিরে পেতাম চৈতন্য ।
সমাজে কৃখ্যাতির অভাব আমার নেই
বার -বার হেরে যাওয়া জীবনে
সঠিক পথ খোঁজে পাব কোথায় বল
যে পথ অনেক আগেই চলে গেছে অন্ধকারের পথ ধরে__
আমি সে পথই পরে আছি ।
কখনো -কখনো চৌধুরীসাহেবদের জমকানো মরিচ বাতিতে সাজানো একটু জোনাকীপোকার আলোর মতো আলো আমাকে
দেখিয়ে দেয় সুখ পাখীটির ঠোট।
পিন্জরে বন্ধি সেই তুমি
মহানায়কের প্রমুধ বালা,
আমি যাত্রার মঞ্চের বহুরুপি নায়িকাটিকে দেখি
অদ্ভুত সেই সাজ !
একি গল্প টেনে নেওয়া অভিনয় মাত্র -
নাকি বাস্তব সুখের সাগরে ডুব দেওয়া,
আমি সকালে একফুটা শিশীরে সিক্ত দুর্বাঘাসে
সুর্যেল আলোর জ্বলকানো দেখলেই
সারাটাদিন কেটে যায় হীরক সুখেই
যেটুকু পেয়েছি তাও কারো কৃপায়
অন্ধকার জীবনে এইটুকু আলোর খেলা সুখ কমকিসের?
তাইতো পারিনি ভাল মানুষদের একজন হয়ে দুনিয়াকে জানাতে,
পারিনি নিগ্রহকে এড়াতে।
পারিনি একজন মানুষ হয়ে জন্মানোর পড়ও মানুষ হয়ে বাঁচতে।
উপেক্ষা আর অবহেলা এই দুই মিলে যন্ত্রনার যে নহর কেটে যায় প্রতি নিয়ত হৃদয়ে
সেখানে এক দু্:খ পুরি আছে ,
কষ্টেরা সেখানে বাস করে
কন্ঠকে তাদের কষ্ট আর কষ্ট মালা পড়ে।
এবার কষ্টকে দিব মুক্তি
সব আয়োজন সারা ।
কষ্টের মিছিল থেকে পালাব- এক দৌরে ,গতির সবটুকু ব্যয় করে
কিন্তু !
তাই কি আর হয়
কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাকা হয় ।।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭