নিশুথি রাতের তিন প্রহর.............
আমার আধা কাঁচা স্বপ্নগুলো
আজকাল নিয়মিতই
বিদ্রোহ করে বসে।
রোজ রোজ অনিয়মেরা
নিয়ম করে গভীর রাতে
দু:স্বপ্ন ফেরি করতে আসে।
দুচোখে ঘুম নেই।
সহস্র বছরের ঘুমেদের
ঘটা করে অনশন চলছে।
ডিম লাইটের আবছা আলোয়
লেখা হচ্ছে ভাষাহীন নিশিকাব্য।
ঢুলুঢুলু রক্ত চোখে রাজ্যের পিপাসা।
জেগে থাকা অনুভূতির তীব্র ঝাকুনিতে
তোলপাড় সমস্ত ঘর।
বড় বাজেটের স্বপ্নগুলো
একাকিত্বের গভীর খাদে
আটকে থাকে রাতের পর রাত।
গন্তব্যহীন প্রলম্বিত সে রাত..........
বাইরের চুপচাপ আকাশে
উড়ন্ত চিলের সাইঁ সাইঁ শব্দে
স্বপ্ন ভংগের পূর্বাভাষ।
বিক্ষুব্ধ নি:শ্বাসের গরম বাতাসে
বিষাক্ত হয়ে উঠছে
ঘুমহীন এক একটি রাত............
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ রাত ২:৪৭