এখন মধ্যরাত
নিরব,নিঝুম
কান্নার স্টেশন
প্ল্যাটফর্মে একা আমি
প্রতিনিয়ত আমায় কাঁদায়
মধ্যরাতের ডিপ্রেশন
কত হতাশাগ্রস্থকে শুনিয়েছি আশার বাণী
সুইসাইডে যাওয়া কত বন্ধুকে ফিরিয়ে এনেছি সুস্থ জীবনে
অথচ সেই আমি কিনা মধ্যরাতে এসে ডিপ্রেশনে ভুগি।
জনসম্মুখে আমাকে হাসতে হয়,হাসাতে হয়
আর কাঁদতে হয় লোকচক্ষুর অন্তরালে
সুখে থাকবার এই মিথ্যে অভিনয় আর কতদিন?
আচ্ছা, মধ্যবিত্তের জীবনে চিত্ত বিনোদন বলতে কিছু কি আছে?
অগোছালো বই খাতা কিংবা অগোছালো বালিশ কাঁথা
এসব নিয়ে আমার কোন মাথাব্যথা নেই
প্রতিনিয়ত আমি খুঁজে বেড়াই,
অগোছালো জীবন সাজানোর উপায়
স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে কাটতে আমি এখন ভীষণ অভিজ্ঞ
স্রোতের অনুকূলে গা ভাসানো এখন ভীষণ লজ্জার হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৪