সীমান্তের কাঁটাতারে ঝুলছে ফেলানী, ঝুলুক
ওপারের প্রহরীদের প্রহারে ক্ষত-বিক্ষত
হোক
চাষী নজরুলদের দেহ
তাতে আমার কী
ওরা তো নয় আমার কেহ
পুলিশের বুটে পিষ্ট হোক স্বাধীনতা
পেট্রোল বোমায় ঝলসে যাক মানবতা
তাতে আমার কী
তনুদের তনু ভোগ করুক ধর্ষক কাপুরুষেরা
জনতার সম্পদ লুটে খাক জনতার নেতারা
তাতে আমার কী
ন্যায়ের আন্দোলন অন্ধ হোক মরিচের গুঁড়ায়
নিরীহ লোক ঝরে পড়ুক সন্ত্রাসী মহড়ায়
তাতে আমার কী
আমি বাংলাদেশের যুবক বলছি,
আমি স্বাধীন
কারণ রাত বারটায়,
'এল ক্লাসিকো' দেখার স্বাধীনতায়
আমায় কেউ বাধা দেয়নি
আমি স্বাধীনতা চিনি,
তবে জানিনা
কত রক্তের বিনিময়ে হয়েছে
স্বাধীনতার বিকিকিনি।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯