মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে
শিউলীতলায় বর্ষার পানি এসেছে চুয়াল্লিশবার।
সেই পানিতে এখনও লাশের গন্ধ ভাসে,
কলমী লতা-কচুরীপানায় স্পষ্ট রক্তের দাগ।
শকুনীরা বসে নতুন লাশের আশায়
কিন্তু এখনও যে পুরনো লাশেরই হিসাব চুকেনি!
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে
ধোপাবাড়ির আমগাছটায় মুকুল এসেছে বহুবার।
কালবৈশাখী ঝড়ে টুপটাপ ঝড়ে পরে কাঁচা আম।
সেই ঝড়ে এখনও নিপীড়িত মানুষের --
আর্তনাদ শোনা যায়।
অনাগত শিশুর মা নির্যাতিত হলো--
আগমনী চিৎকারে ভুবন ফাটানো হলো না শিশুটির।
সেই হিসাব কিন্তু এখনও চুকেনি!
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে
খসরু মিয়ার থুতনিতে এখন সফেদ শ্বশ্রু।
চোঁখের সামনে শহীদ হলো ভাই,
পাক-ক্যাম্পে ধরে নেওয়া হল বোনকে
হাতভরা লাল চুড়ি পড়ার শখ ছিল বোনটির,
বরং সেই লাল রক্তে রঞ্জিত হল
কুসুমতলীর মাটি।
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে,
কলিম মাঝি এখন মৃতপ্রায়।
ছেলেকে ডাক্তার বানানোর সাধ ছিল তার,
ক্রসফায়ারে শহীদ সেই মেডিকেলছাত্রের বাবা এখন,
হাসপাতালের বারান্দায় পড়ে আছে--বিনা চিকিৎসায়।
এখনও তার কানে গুলির শব্দ বাজে।
কোন কিছুরই কিন্তু হিসাব চুকেনি।
হিসাব করা হচ্ছে
হয়তো একটু বেশিই বেলা হয়ে গেছে,
তবুও হিসাব হচ্ছে।
হিংশ্র পশুদের জবাব দিতেই হবে।
কাদির-কামরুল-গোলাম আজম গেল
এখন বাকি পশুদের অপেক্ষা।
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে
তবুও জাতি আনন্দিত।
বেলা শেষে হিসাব চুকানোর আনন্দ।
প্রকাশিতঃ"সময়ের ছবিঘর", কবিতা সংকলন,
ফেব্রুয়ারি,২০১৬।
প্রকাশকঃবিদ্যানন্দ প্রকাশন।
প্রথম প্রকাশিত কবিতা। তাই মতামত জানালে বিশেষ প্রীত হবো
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪