চলেছি ব্যথার মন নিয়ে, ফিরবো না অনেক দিনে
আমি ভারি হৃদয় নিয়ে পিছু দেখি ফেলে আসা সেই মনটাকে...
জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে। ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি ইঞ্জিনের তাতে পোড়া আমার অভ্যেস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে, কেন পাথেয় দাবি করিনি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে, আমি যে আর্টিস্ট এ পরিচয়ে তোমার একটুও শ্রদ্ধা নেই। এ আমার চিরদুঃখের কথা; কিন্তু এজন্যে তোমাকে দোষ দেবো না। ...
... জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্যভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর, তা হলে তাঁর দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইলো এই নাস্তিকের জন্যে। আবার আমি ফিরবো- তখন আমার মতো, আমার বিশ্বাস, সমস্ত চোখ বুঁজে সমর্পণ করে দেবো তোমার হাতে; তুমি তাকে পৌঁছিয়ে দিয়ো তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ এতো দূরে এসে ভালোবাসার অভাবহীনতা উজ্জ্বল হয়ে উঠছে আমার মনের মধ্যে, যুক্তিতর্কের কাঁটার বেড়া পার করিয়ে দিয়েছে আমাকে- আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমায়। এতোদিন বুঝতে চেয়েছিলাম বুদ্ধি দিয়ে, এবার পেতে চাই আমার সমস্তকে দিয়ে।
সাগরের ঐ প্রান্তরে শুনি
পর্বতচূঁড়ায় চাঁদ জাগে
জলপথে আমি দেই পাড়ি
ভীড়ি চাঁদজাগা ঐ বন্দরে
তবু
চলেছি ব্যথার মন নিয়ে
ফিরবো না অনেক দিনে
আমি ভারি হৃদয় নিয়ে পিছু দেখি
ফেলে আসা সেই মনটাকে
আনন্দ আর উল্লাসের ভীড়ে
ব্যথা আমার তার সাথে
বলতে হয় আজ হৃদয় য় হলো
সাগরের ঐ প্রান্তরে
তবু
চলেছি ব্যথার মন নিয়ে
ফিরবো না অনেক দিনে
আমি ভারি হৃদয় নিয়ে পিছু দেখি
ফেলে আসা সেই মনটাকে
Down the way, where the nights are gay,
and the sun shines daily on the mountain top,
I took a trip on a sailing ship,
and when I reach Jamaica I made a stop.
But I'm sad to say,
I'm on my way,
won't be back for many a day.
My heart is down,
my head is turning around,
I had to leave a little girl in Kingston Town.
Sad to say,
I'm on my way,
won't be back for many a day.
My heart is down,
my head is turning around,
I had to leave a little girl in Kingston Town.
সাগরের ঐ প্রান্তরে শুনি
পর্বতচূঁড়ায় চাঁদ জাগে
জলপথে আমি দেই পাড়ি
ভীড়ি চাঁদজাগা ঐ বন্দরে
তবু
চলেছি ব্যথার মন নিয়ে
ফিরবো না অনেক দিনে
আমি ভারি হৃদয় নিয়ে পিছু দেখি
ফেলে আসা সেই মনটাকে....
সোলসের এই গানটার সাথে রবীন্দ্রনাথের 'রবিবার' গল্পের শেষাংশ পোস্ট আকারে দিলাম। প্রিয় কথা, প্রিয় গান আমার। আমার ভালোলাগা ছড়িয়ে পড়ুক মনের অলি-গলি।
সাগরের প্রান্তরে Harry Belafonte -এর Kingston Town অবলম্বনে।