একটা সময় লাইফের এইম ছিল, কবি সাহিত্যিক হব। সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ইচ্ছা প্রকাশ করলাম শুধুমাত্র ডি ইউনিটে পরীক্ষা দিব। সাহিত্য নিয়ে পড়তে চাই। কিন্তু সব বাপ মায়ের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্নের কাছে তোপে টিকলো না আমার খায়েশ। কবি না হয়ে হয়ে হলাম জাহাজী। এখন কবিতার লাইন গোনার পরিবর্তে সাগরের ঢেউ গুনি।
বিগত নয় বছর যাবত জাহাজে রাশি রাশি টাকা রোজগার করেছি। কিন্তু এত তৃপ্তি আগে কখনো পাইনি। ব্লগ দিবস নিয়ে ব্লগ ডেতে ইত্তেফাকে একটা আর্টিকেল লেখার জন্য আমাকে দুইহাজার পাঁচশ টাকা সন্মানি দিছে।
নিজেকে লেখক হিসেবে পরিচয় দেয়ার মতো কোন গুন আমার নেই। জানিনা একজন লেখক লিখে কি পরিমান অর্থ উপার্জন করেন। কিন্তু এই সন্মানি টা পাবার পর কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এটা আমার জীবনের শ্রেষ্ঠ রোজগার।
আমার লেখাটি প্রকাশিত হয়েছিল ১৯শে ডিসেম্বর। ব্লগ ডে'র দিন। সেদিন আমি যখন আরসি মজুমদার মিলেনায়তানে প্রবেশ করেছিলাম তার আগেই সেখানে পৌছে গিয়েছিলেন আনিসুজ্জামান স্যার। আজ ব্লগ দিবস নিয়ে আমার খুব সুন্দর একটা আর্টিকেল ইত্তেফাকে ছাপানো হয়েছে বলে জানা আপু আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেদিন শুধু লজ্জা পেয়েছিলাম। মিলেনায়তনে নতুন পুরাতন অনেক ব্লগারের সাথে দেখা হয়েছিল। কিন্তু সেদিন কাউকে ডেকে বলিনি যে, "ইত্তেফাক আমার লেখা ছাপছে, ইত্তেফাক আমার লেখা ছাপছে"। কিন্তু আজ ঢাক পিটিয়ে বলতে ইচ্ছে করছে, "আমি লিখে টাকা পেয়েছি, আমি লিখে টাকা পেয়েছি।" (এবং বলছিও ) ।
উপসংহারঃ
সামহ্যোয়ারইন ব্লগের ব্লগারদের জন্য সুখবর শিরনামে নোটিশবোর্ড থেকে একটা পোষ্ট আসে। যেখানে জানানো হয় সামহ্যোয়ারইন ব্লগ ইত্তেফাকের সাথে এমন একটি চুক্তি করেছে যার মাধ্যমে প্রতি মাসে দুইটা ব্লগারের লেখা ইত্তেফাকে ছাপানো হবে। ব্লগ কর্তপক্ষের এটি খুব ভাল একটা পদক্ষেপ ছিল বলা যায়। একজন ব্লগারকে প্রমোট করার মাধ্যমে ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের হৃদত্যার পরিচয়ই মিলে।
এই কার্যক্রমে ইত্তেফাকে ছাপানো লেখাগুলোঃ
আরজু পনি
নারীর অধিকার বাস্তবায়ন:গবেষণা অভিজ্ঞতা
দেব দুলাল গুহ
আমরা কেন আত্মকেন্দ্রিক হয়ে উঠছি
এটিএম মোস্তফা কামাল
তারকাপ্রথার সীমাবদ্ধতা
জানা আপু
তোমার অসীমে প্রাণমন লয়ে যতদূরে আমি ধাই
মামুন রশিদ
ব্লগিং মাধ্যমে বাংলা সাহিত্য চর্চা :একটি বিশ্লেষণ
ব্লগার মহিউদ্দিন খালেদ
‘অনলাইন, মন লাইন’
সবশেষে আমার নিজের লেখাটি
১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস এবং আমাদের দায়িত্বশীলতার প্রত্যয়