মনের ভেতরে জালাপোড়া
না মেলা ভগ্নাংশের মতো ক্রমেই লম্বা হচ্ছে।
হিসাব না মেলা হিসাব-
তবে তুমি যখন মেলাতে যাও তখন বেশ ভালোই লাগে
অথচ সেই তুমি সব কিছু
হাস্যকর করে তোল নিজের প্রয়োজনে।
আমি পৌনপুনিক দিয়ে সেই ভগ্নাংশের গতি রোধ করি
ভ্যগিস হৃদয়ে মনে ওপর বাঁধ দেবার
যথেষ্ট কাদা মাটি আছে !!!!!
পাথুরে কনা
কাদামাটির আড়ালে গাথুনিকে শক্ত করে তুলছে ক্রমে
এবং পৌনপুনিকের স্থায়িত্ব কিংবা
প্রয়োজনীতা দুটোই কমে
না মেলা ভগ্নাংশ মিলে যাচ্ছে দিনে দিনে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩