সহজ জীবন
সৎভাবে ভাগ্যোন্নয়ের চেষ্টা করি সাধ্যমত
নিজের রোজগারে জীবন চালাতে যদিও প্রাণ ওষ্ঠাগত;
তবুও চাইনা কৃপা কারো, সে যে লজ্জা ভীষণ
যা নেই তা নিয়ে নেই ভাবনা, যা আছে তাতেই খুশি মন।
দুর্নীতির টাকায় করা যায় মোটা অঙ্কের ব্যাঙ্ক একাউন্ট,
তাতে সুখ কোথায় যদি নিজেই হয়ে যাই একটা টাউট?
কিনতে পারি অসৎ উপার্জনে দামি একটা গাড়ি,
ঐ গাড়িতে চাপা পড়ে তো হতে পারে পরলোকে পাড়ি।
ঘুষের টাকায় ফ্ল্যাটের নেশায় হব কেনো মাতোয়ারা,
ভাড়াটে বাসায় কী পারেনা হতে সুখের আস্তানা?
বিয়েতে দরকার কী বোম্বের লেহেঙ্গা-শেরওয়ানি-পাগড়ি,
ঢের ভালো রাজশাহী-সিল্কের পাঞ্জাবি, মিরপুরের শাড়ি।
লোক-দেখানো সামাজিকতার চাপে কেনো হব গলধঘর্ম?
নিজের সাধ্যে যা পারি তাতেই তো আমার গর্ব।
চলবো উঁচু করে মাথা, ঠেলে দিয়ে সব ভ্রু-কুচকানি,
আমার অন্তরে আমি মহাসুখী, তা নিশ্চিত করে জানি।
একদিন চলে যায় সবাই পেছনে ফেলে সব সম্পদ -
একথা মাথায় ঢোকে না যার, সে বড়ই আহাম্মক;
সেখানে তো চতুরালি দিয়ে যাবেনা পার পাওয়া,
এই উপলব্ধিবোধ কী দেবেনা ন্যায়ের সচেতনতা?
- মতিউর রহমান
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১২ রাত ১০:৪৭