আজ যুদ্ধের রাত।
আজ রাতে ফালাফালা হবে একাত্তরের পাকিস্তান
আজ রাতে হুমায়ুন আজাদ ঘাড়ে, চোয়ালে মারাত্মক সব কোপ নিয়ে
দাড়িয়ে যাবেন। কিভাবে যেন শিবিরের চাপাতিটি কেড়ে নিবেন তিনি।
বলবেন, দেখ্ আমরাও ভুজভাজি জানি কম না।
আজ রাতে একাত্তরের সেই শাড়িগুলো সব বিষধর সাপ হবে।
হিস হিস চাপতে থাকবে শিবিরের গলা।
আজ রাতে জামাত-ডাকা বুটের তলায় পিস্ট মুক্তিযোদ্ধার বুক
দশতলা বুলডোজার হয়ে মাটিতে মিশিয়ে দিবে গো. আজমের বসতবাটি।
আজ রাতে শুয়রগুলো সব নাম পাল্টে 'শিবির' রাখবে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৮