নব্বইয়ের দশকে যখন ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হচ্ছে আল্লাহ তখন কিছুতেই তা ঠেকাতে পারলেন না। তার জবাবে এখানকার মুসলমানগণ যখন নির্বিচারে মন্দির ভাঙছে তখন দুর্গাদেবীও অসহায়ের মতো বসে থাকল।
নদী ভাঙনে মানুষের বাড়ীঘরের সাথে তলিয়ে যায় মসজিদ এবং মন্দির। আল্লাহ কিংবা দুর্গার তখন কিছুই করার থাকে না।
অসহায়ত্তের দিক থেকে আল্লাহ এবং দুর্গার মধ্যে তাহলে পার্থক্য কী?
একটু জ্বর আসলে আল্লাহকে কতবার ডাকেন আপনারা? ভাবুনতো ইরাকের উপর নেমে আসা ভয়াবহ দানবদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত চার বছরে কতবার ডাকা হয়েছে আল্লাহকে। আল্লাহ কী ঠেকাতে পেরেছে হাজারো শিশুর মূহুর্তের মধ্যে মুন্ডুহীন হয়ে যাওয়া? একটা বুশীয় বোমাও কী না ফুটে শূণ্যে ঝুলে থেকেছে?
গুজরাটে কি ভীষণ তান্ডবে চালানো হলো মুসলিম নিধন। গর্ভবতী মুসলিম মহিলার পেটের ভিতর গরম ত্রিশূল ঢুকিয়ে দিলো মানুষ নামের জন্তুরা। বলুনতো তারা কতটুকু কাতর মিনতি নিয়ে ডেকে থাকতে পারে তাদের দেবতা আল্লাহকে? দেবতা কি ঠেকাতে পেরেছে তাদের?
গুয়ানতানামোয় বাথরুমের কমোডে ছুড়ে ফেলা হলো কোরান। সেই মূহুর্তে কি দেবতা পারতেন না কোরানের এই কমোডগামী হওয়াটুকু না ঘটাতে? কই পারলেন নাতো তিনি হেফাজত করতে কোরান?
তসলিমার আঙুল যখন টাইপ করে চলে দেবতার সত্যিকারের রূপ বর্ণনা, তখন তো তার আঙুল অবস হয়ে পড়েনি।
আল্লার এমন একটা বাস্তব ক্ষমতা দেখান যা একটি ধুলিকণার ক্ষমতার চেয়ে অধিক।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫১