হাসিতে দাঁতের কি কোনো প্রয়োজন আছে
মূলত ঠোঁটের প্রসারনে দাঁতগুলো বের হয়ে পড়ে
যদিও দাঁতের মাঝখানের শূন্যস্থানও হাসিতে অংশ নেয়
তবু কেবল দাঁতের সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি
দাঁত একটি সাময়িক বিষয়
জন্মের সময় সে তোমার সঙ্গে ছিল না
বার্ধক্যেও থাকবে না
মায়ের স্তন্যপানে দাঁতের ভূমিকা নেই
মাংস কর্তনে, মৃদু আঘাতে দাঁত যদিও অংশ নেয়
দাঁতকে তাই করো না বিশ্বাস
এমনকি মুখের মধ্যে সবাইকে কামড়াবে সে
অথচ তার শরীরে লাগবে না ব্যথার আঁচড়
তাই দন্ত প্রদর্শন থেকে বিরত থাকো
কর্তন-দন্তগুলো লুকিয়ে রাখা ভালো
দাঁত হাসিতে অংশ নিলেও
দাঁত দিয়ে মানুষ হাসে না।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২